মুক্তকথা সংবাদকক্ষ॥ গেলো বছরের লণ্ডনের ‘কভেন্ট গার্ডেন’ বাণিজ্যিক এলাকা। নভেম্বরের শেষ দিকে অন্যান্য সময়ের মত বড়দিনের সাজে সাজানো হয়েছিল। অগণিত মানুষ আর গাড়ীর চলাফেরায় মুখর এলাকা। বিশাল একটি হলঘরের ভেতরে সবসময়ের মতই বসেছে বিভিন্ন নমুনার “ষ্ট্রীট ফুড”এর দোকান। দোকান না বলে রেস্তোরাঁ বলাই শ্রেয়। অলস হাটুনিতে গিয়ে পেয়ে গেলাম রসনাতৃপ্তির সেই বাজার। ভেতরে প্রবেশ করেই ধাক্কা খেলাম নজরকাড়া সাজ-সজ্জার বহরে। সাজ-সজ্জার পাশাপাশি গ্রাহক বা খদ্দেরগনের আয়েসি আয়োজন। বসে খাওয়া, দাঁড়িয়ে খাওয়া, একটু হেলান দিয়ে একটু আয়েসে বসে খাওয়া সে কত রূপ! তার উপর গ্রাহক সেবায় নিয়োজিতদের আবাহন। সে আর এক চমক! সবকিছু মিলিয়ে বলা যায় ‘খাবার স্বর্গ’।
|