লন্ডন: বুধবার, ৩রা ফাল্গুন ১৪২৩।। এবার আমেরিকায় হেনস্তার শিকার হলেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক ভারতীয় বংশোদ্ভূত মুসলিম বিজ্ঞানী। হিউস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে সিদ বিক্কান্নাভার নামে ওই বিজ্ঞানীকে ফোন আনলক করতে বাধ্য করেন শুল্ক দপ্তরের কর্মীরা। ৩৫ বছরের ওই বিজ্ঞানী ফেসবুক পোস্টে জানিয়েছেন, বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়ার আগে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা আধিকারিকরা তাঁর সেল ফোন ও পাসওয়ার্ড চান। তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি তাঁদের বলেন এটা নাসার ইস্যু করা ফোন। তাতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ফলে ফোনের পাসওয়ার্ড দেওয়া যাবে না। এরপর তাঁকে অপেক্ষা করতে বলা হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পর যাবতীয় ডেটা কপি করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সিদ জানিয়েছেন, তাঁর জন্ম পাসাডেনায়। তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। বৈধ মার্কিন পাসপোর্টও তাঁর সঙ্গে ছিল। এই ঘটনায় উদ্বিগ্ন বিজ্ঞানী ক্ষোভ জানিয়েছেন। (বর্তমান থেকে)