1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভাষা সংগ্রামী, শ্রমিক নেতা মফিজ আলীর ১২ তম মৃত্যু বার্ষিকী পালিত - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

ভাষা সংগ্রামী, শ্রমিক নেতা মফিজ আলীর ১২ তম মৃত্যু বার্ষিকী পালিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩৭৪ পড়া হয়েছে

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি: ১০ অক্টোবর ভাষা সংগ্রামী, প্রখ্যাত রাজনীতিবিদ, চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ, লেখক-সাংবাদিক কমরেড মফিজ আলীর ১২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় ধূপাটিলাস্থ প্রয়াতের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক সংঘ, কৃষক সংগ্রাম সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, গণতান্ত্রিক মহিলা সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

পরে ধূপাটিলা প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. নূরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের স ালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট(এনডিএফ) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক। বিশেষ আলোচক ছিলেন সাংবাদিক ও রাজনীতিক নেতা আব্দুল হান্নান চিনু, স’মিল শ্রমিক সংঘের কেন্দ্রীয় নেতা রুহুল আমীন, কৃষক সংগ্রাম সমিতির জেলা কমিটির আহ্বায়ক ডা. অবনী শর্ম্মা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক অমলেশ শর্ম্মা। আলোচনা করেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, স্থানীয় নেতা এখলাছ উদ্দীন, রমজান আলী, শাহীন আহমদ, স্যামুয়েল বেগমেন প্রমুখ।
আলোচকরা বলেন, কমরেড মফিজ আলী ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে বাম রাজনৈতিক নেতা, বালিশিরাসহ বিভিন্ন কৃষক আন্দোলন, চা শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন। একাধারে লেখক-সাংবাদিক ও শিক্ষকতা পেশায়ও নিয়োজিত ছিলেন। রাজনৈতিক কারণে বিভিন্ন মামলায় তিনি দীর্ঘ ৬ বছর কারাবরন করেন। তাঁর দেখিয়ে দেয়া আদর্শের মধ্যদিয়ে আন্দোল সংগ্রামের মাধ্যমে শ্রমিক কৃষকের মুক্তি অর্জন ছাড়া কোন উপায় নেই।
মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ধূপাটিলা গ্রামের একটি স¤্রান্ত পরিবারে ১৯২৭ সালের ১০ ডিসেম্বর মফিজ আলীর জন্ম। ২০০৮ সনের ৩০শে আগষ্ট কুলাউড়ার একটি কৃষক সভা থেকে ফেরার পথে নিজ বাড়ির সম্মুখে দুর্ঘটনা কবলিত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ১০ অক্টোবর ভোর রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT