1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভোটে বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে বিভিন্ন দেশের অভিনন্দন - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

ভোটে বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে বিভিন্ন দেশের অভিনন্দন

সংগ্রহে কাওছার ইকবাল॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৬ পড়া হয়েছে

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন যে ৭ দেশের রাষ্ট্রদূতেরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারত, চীন, রাশিয়াসহ সাত দেশের রাষ্ট্রদূতেরা।

সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতেরা। এ সময় তাঁরা শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

এ ছাড়া আগা খান ডিপ্লোম্যাটিক রিপ্রেজেনটেটিভের একটি প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

প্রধানমন্ত্রীর সংবাদ শাখার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রোববারের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে নিজ নিজ দেশ ও সংগঠনের পক্ষ থেকে তাঁরা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

এ সময় রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় অঙ্গীকার জানান। প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁদের সহযোগিতা কামনা করেন।

এদিকে ঢাকার চীন দূতাবাস আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাঁর দেশের(চীন) নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন।

ভারতের অভিনন্দন

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রোববারের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে নিজ নিজ দেশ ও সংগঠনের পক্ষ থেকে তাঁরা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই আজ এক এক্স (সাবেক টুইটার) বার্তায় জানিয়েছে, আজ সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তিনি নির্বাচনে জয়লাভ করায় শেখ হাসিনাকে ভারত সরকার ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

 

শেখ হাসিনা সরকারের নতুন মেয়াদে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় অংশীদারত্বের সম্পর্ক আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই আজ এক এক্স (সাবেক টুইটার) বার্তায় জানিয়েছে, আজ সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তিনি নির্বাচনে জয়লাভ করায় শেখ হাসিনাকে ভারত সরকার ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা সরকারের নতুন মেয়াদে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় অংশীদারত্বের সম্পর্ক আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা।

আওয়ামী লীগের বিজয়ে শেখ হাসিনাকে চীনের অভিনন্দন

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত এবং আওয়ামী লীগের বিজয়ের জন্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার দেশের পক্ষে এ অভিনন্দন জানান।

সাক্ষাতে চীনা নেতাদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, চীনা নেতারা শেখ হাসিনার সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব অব্যাহত রাখবেন এবং পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করবেন।

ইয়াও ওয়েন জানান, চীন ও বাংলাদেশের উন্নয়ন সম্পর্ক এখন খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু ছিল। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন সবসময়ই পাশে থাকবে। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিতে আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা রাখবে চীন। বাংলাদেশের ভিশন ২০৪১ বাস্তবায়নে চীন সব রকম সহায়তা করবে।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সব রকম সম্পর্ক জোরদার করার জন্য প্রস্তুত রয়েছে চীন। বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক আরও বিস্তৃত করতে চান তারা। ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার যে প্রকল্প বাংলাদেশ নিয়েছে সেখানে চীন ভূমিকা রাখতে চায়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২৩টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। এ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT