মুক্তকথা সংবাদকক্ষ।। আর মাত্র আঠারো দিন। এর পরই নতুন এক মন নিয়ে আমরা সামনের দিকে যাত্রা শুরু করবো। যদিও বছর, মাস, সময় এ সবকিছুই আমাদেরই তৈরী। এ বিশ্ব আমাদের চিন্তায় বদলাচ্ছে না। বিশ্বজগৎ নিজের এক গতিতে ঘুরেই চলেছে। এ চলার শুরু কবে থেকে কিংবা এর আদৌ কোন শেষ আছে কি নেই, তা আজ অবদি আমরা জানতে পারিনি। তাই বলে আমাদের জানার আগ্রহ আর প্রচেষ্টা থেমে নেই। সে চেষ্টাও চলছে সমানতালে। আর এই চলারই কাজকে হিসেবে নিয়ে আসার জন্য আমরা মানুষ সময় নাম দিয়ে একে ভাগ করে তৈরী করেছি ক্ষন, দণ্ড, পল, দিন, মাস, বছর ইত্যাদি ইত্যাদি। সেই হিসেবে যীশু খৃষ্টের জন্মের পর থেকে আজ অবদি সময় গিয়েছে দুই হাজার আঠারো বছর। আরো ১৮দিন পর শুরু হবে দুই হাজার উনিশ সাল।
তা এই ২০১৮ সালটি কেমন গেলো এমন প্রশ্ন আসতেই পারে। কেউ কি হিসেব করেছেন কেমন গিয়েছে আপনার এ সময়টি। কারো হিসেব থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা সাহিত্যসাধ মিশিয়ে আপনার জীবন থেকে গত হয়ে যাওয়া সে সময়কে নান্দনিক করে ধরে রাখবো আমরা।
কেউ সময়ের এ হিসেব না রাখলেও ভারতের বিনোদন প্রিয় মানুষজন তাদের প্রিয় মানুষের ১০জনের একটি হিসেব গুগলের কৃপায় ধরে রেখেছেন। সেখান থেকেই আমাদের পরিচিত ৫জনের কিছু হিসেব এখানে তুলে দিলাম। এ হিসেব প্রকাশ করেছে জি-২৪।
জি-২৪ লিখেছে- ২০১৮ সাল বিদায়ের মুখে। দরজায় কড়া নাড়ছে ২০১৯। চলতি বছরে আবহাওয়া, সমাজ, রাজনীতিতে একাধিক পরিবর্তন ঘটেছে। ২০১৮ সালে কাদের বেশি করে গুগলে খুঁজেছে ভারত? দেখে নিন সেই দশজনের তালিকা। আমরা সেই ১০জন থেকে নামে পরিচিত ৫জনের বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তারা হলেন- প্রিয়া প্রকাশ, প্রিয়াঙ্কা, সালমান খাঁ, সারা আলী খাঁ ও বৃটিশ কন্যা মেগান।
ইন্টারনেটে ২০১৮ সালের শুরুতেই এক স্কুল পড়ুয়া ছাত্রীর চোখের ইশারায় ঘায়েল হয়ে পড়েছিল গোটা দেশ। সেই বিখ্যাত দক্ষিণি কন্যা প্রিয়া প্রকাশ ভারিয়ার আবারও শিরোনামে এসেছেন। গুগল ২০১৮ সালে সর্বাধিক অনুসন্ধানকারী সেলিব্রিটিদের নাম প্রকাশ করেছে। প্রিয়া প্রকাশ এই তালিকায় রয়েছেন একেবারে মাথায়। প্রিয়া প্রকাশের সিনেমা ওরু আদার লাভের একটি গানের ভিডিও ভ্যালেন্টাইন ডে তে প্রকাশ পায়। সেই ভিডিওতে তাঁর সহপাঠীকে দেখে ভুরু নাচানো আর চোখ টেপার ইশারা রাতারাতি বিখ্যাত হয়ে যায়। এর পর থেকেই প্রিয়া প্রকাশের কোন নতুন ভিডিও এলেই তা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন ভক্তেরা। গুগল ইন্ডিয়ার অনুসন্ধানের শীর্ষ তালিকায় প্রিয়া বহু তাবড় গুণীজনকে পিছনে ফেলে নিজের জায়গা দখল করে নিয়েছেন।
নিরলস পরিশ্রম করে পৃথিবী বদলে দেওয়া ২৫ নারীর তালিকায় স্থান করে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্যে যেসব নারী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাদের মধ্যে থেকে ২৫ জনকে নিয়ে একটি তালিকা করেছে পিপল ম্যাগাজিন। এরপর বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু দেশী এই মেয়ের বিয়েই হোক বা হলিউডে তাঁর আসন্ন কোন সিনেমা হোক- জানতে আগ্রহ দেখিয়েছেন ভারতীয়রা। গুগলে সর্বাধিক খোঁজ নেওয়া গুণীজনদের তালিকায় প্রিয়াঙ্কা আছেন চতুর্থ স্থানে।
বলিউড অভিনেতা সাইফ আলী খান আর অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খানের শিগগিরই অভিষেক ঘটছে বড় পর্দায়। এরই মধ্যে তিনি দুইটি ছবিতে কাজ করেছেন। শোনা যাচ্ছে, সারা তার তৃতীয় ছবিতে বাবা সাইফ আলী খানের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। ছবির কাহিনি গড়ে ওঠেছে বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে। আর এই সারা আলী খান হিল্লোল তুলেছেন যুবকদের মধ্যে। ফলে তাকে জানার চেষ্টাতো হবেই। তিনি আছেন ৬ষ্ট স্থানে।
ভাইজান সবসময়েই থাকেন খবরে। রেস থ্রি-তে শেষবার দেখা গেলেও ভক্তরা অন্তর্জালে খুঁজে নিয়েছেন সলমনকে। গুগলের জরিপে তিনিতো থাকবেনই। এবারও তিনি আছেন ৭ম স্থান দখল করে।
ব্রিটিশ রাজপরিবারের ছোট বউকে নিয়ে আগ্রহ দেখিয়েছেন ভারতীয়রা। তাঁকে নিয়েও সার্চ হয়েছে ভারতে। তিনি অর্থাৎ মেগান ৮ম স্থানে রয়েছেন।