মৌলভীবাজার অফিস, ১১ জুলাই মঙ্গলবার।। রাজনগর ও বড়লেখা উপজেলায় ত্রান সামগ্রী বিতরণ করেছে জেলা ও উপজেলা জামায়াত। মঙ্গলবার দুপুরে পৃথক ভাবে ১১টি যায়গায় ৫টন খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। বড়লেখা উপজেলার ১০টি যায়গায় জেলা জামায়াতের উদ্যোগে ৫শ পরিবারের মধ্যে ৫টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন বড়লেখা ও জুড়ী উপজেলার কৃতি সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মোঃ আজির উদ্দিন, অধ্যাপক আব্দুল মোহাইমিন, শিবির নেতা শাকিল আহমদ প্রমূখ। ত্রান বিতরণে বক্তারা
বড়লেখা উপজেলাকে দর্গত এলাকা ঘোষনার দাবী জানিয়ে বলেন, সরকারি ত্রান তহবিল থেকে যদি বন্যার্তদের মাঝে আরো ত্রান সামগ্রী বিতরণ করা হয় তাহলে
দরিদ্ররা কিছুটা না হলেও উপকার পাবে।
এদিকে রাজনগর উপজেলা জামায়াতের উদ্যোগে উত্তরভাগ ইউনিয়নের কালারবাজারে ৬০জন হত দরিদ্রদরে মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়। ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোতাহির আলম এর পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন, পৌরসভা আমীর ইয়ামীর আলী, জামায়াত নেতা শেখ শাহাবুদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা নানু মিয়া, বাজারের ব্যবসায়ী আব্দুর রহমান, জুবেল আহমদ, মতিউর রহমান, শাহ এনাম আলী, আরিফ আহমদ শরীফ প্রমূখ।
ত্রান বিতরণে প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী দেরীতে হলেও আপনাদের পাশে এসে দাড়িয়েছে। প্রথমে দেশের সরকারের উপর দায়ীত্ব আসে গরীব-দুস্থদের পাশে এসে দাড়াবার। জানিনা সরকারের তরফ থেকে এখানে কতটুকু ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। মামলা-হামলা ও জেল-জুলুমের পরেও আমরা কিছুটা হলেও আপনাদের পাশে এসে দাড়িয়েছি।