আব্দুল ওয়াদুদ।। মৌলভীবাজার, সোমবার ২৪শে পৌষ ১৪২৩।। সারাদেশের সাথে মৌলভীবাজারে শুরু হয়েছে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা- ২০১৭। সোমবার সকাল ১০টায় জেলা ক্যালেক্টর ভবনের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশুক মাদক রায়ের নের্তৃত্বে হাজারো মানুষ এতে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসনের আয়োজনে রেলীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: ফারুক আহমদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আশরাফুল আলম খান, সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক এমপি হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সাইফুর রহমান বাবুল প্রমূখ।
মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন উন্নয়ন দফতরের ৬৫টিরও অধিক স্টল বসেছে। স্টলগুলোতে তাৎক্ষণিক সেবা দেওয়া হচ্ছে। জেলা সদর ছাড়াও বাকি ৬টি উপজেলায় একযোগে শুরু হয়েছে উন্নয়ন মেলা।
সারাদেশের সাথে সরকারের ৩ দিন ব্যাপী এই উন্নয়ন মেলা ২০১৭কে মৌলভীবাজারে সাংবাদিকদের অবহিতকরণের লক্ষ্যে ইতিপূর্বেই মৌলভীবাজারের ডিসি’র সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্টিত হয়। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম-এর সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ জাকারিয়া। সভায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (৯ জানয়ারী) থেকে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় সরকারি দপ্তরের প্রায় ২৯টি স্টল সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে বলে সাংবাদিকদের অবহিত করেন জেলা প্রশাসক। উক্ত সভায় জাতীয় ও স্থানীয় সকল পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
খলিলুর রহমান।। বড়লেখা (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী মহিলা আলিম মাদ্রাসায় বার্ষিক শিক্ষা, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন। মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইরশাদ হোসাইন ও আব্দুস সালামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহবাজপুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. হেলাল উদ্দিন, মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি হাজী মোস্তফা উদ্দিন, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ মাহমুদুল হাসান, মাদ্রাসার সাবেক সুপার মাওলানা সৈয়দ সাইফ উদ্দিন, সাংবাদিক সুলতান আহমদ খলিল, এ.জে লাভলু, মাদ্রসার গভর্নিংবডির সদস্য আব্দুল করিম, আব্দুল মান্নান, সৈয়দ আব্দুর রহিম উনু, মাওলানা ফয়জুর রহমান, শিক্ষক প্রতিনিধি হাফিজ মো. ছফর উদ্দিন, ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাশহুদ আহমদ, ভিপি শুহাদা আক্তার ইমা, জিএস আবিদা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে বার্ষিক শিক্ষা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা স্বারক তুলে দেন অতিথিবৃন্দরা।