1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
যন্ত্রচালিত হালচাষের কারনে কৃষকরা গরু পালনে উৎসাহ হারিয়ে ফেলেছে - মুক্তকথা
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

যন্ত্রচালিত হালচাষের কারনে কৃষকরা গরু পালনে উৎসাহ হারিয়ে ফেলেছে

মুক্তকথা সংবাদ
  • প্রকাশকাল : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪৯৩ পড়া হয়েছে

– নেছার আহমদ এমপি

সফল মৎস্য চাষিরা জীবনে উন্নতি করছেন। যথাযথ দিকনির্দেশনা নিয়ে মাছের চাষ করলে দারিদ্রতা যেমন দূর হবে তেমনি স্বল্পমূল্যে আমিষের চাহিদা মিটানো সম্ভব। আজকাল যন্ত্রচালিত হালচাষের কারনে কৃষকরা গরু পালনে উৎসাহ হারিয়ে ফেলেছে। এরফলে কৃষকরা রাসায়নিক সারের ব্যবহারে বাধ্য হওয়ায় তাদের অজান্তেই পরিবেশের ক্ষতি হচ্ছে। এতে মাছের প্রাকৃতিক উৎপাদন ব্যবস্থা ধ্বংসের পথে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় যথাযথ ব্যবস্থাপনা ও অনেক গবেষণায় কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
রাসায়নিক সারের অনেক খারাপ দিক রয়েছে। আমাদের গরুর গোবর দিয়ে তৈরী সারের ব্যবহারে ফসলের মান যেমন অতি উন্নত তেমনি খেতে সুস্বাদু। রাসায়নিক ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়ায় জমির উর্বরাশক্তি ক্ষতিগ্রস্থ হয় কিন্তু গোবব দিয়ে তৈরী সারে জমির উর্বরতা শক্তি ভালো থাকে। আমাদেরকে নিজেদের উদ্যোগে গরু পালন করতে হবে। তাহলে রাসায়নিক সারের ক্ষতিকর দিকগুলি এড়িয়ে উন্নত মানের চাষাবাদ সম্ভব।

গত রবিবার সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ের বাস্তবায়নে ২০২১-২২ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-ll প্রজেক্ট(এনএটিপি-2) শীর্ষক প্রকল্পের আওতায় সিআইজি চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপরোক্ত বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ নেছার আহমদ।

মৌলভীবাজার সদর উপজেলার ঊর্ধতন মৎস্য কর্মকর্তা মারজান সরকার এর পরিচালনায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সাবরীনা রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, রাসায়নিক সার ব্যবহার বাদ দিয়ে আমরা যদি জৈবসার ব্যবহার আরম্ভ করি, তাহলে কৃষি খাতে বহু উন্নতি সাধিত হবে। আমরা গরু পালন বাদ দিয়ে বাজার থেকে কেনা দুধের উপর নির্ভরশীল হয়ে পড়েছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতির বক্তব্যে ইউএনও সাবরীনা বলেন, জমিতে পোকা দমনে কীটনাশক ব্যবহার করলে অন্যের জমিতে পোকাগুলি চলেগিয়ে ক্ষতিসাধিত হচ্ছে। তাই চাষীদের উচিৎ সম্মিলিতভাবে নিজেদের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া। আপনাদের সেবার জন্য আমরা সরকারি কর্মকর্তারা আছি। যেকোন সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা পাবেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT