যুক্তরাজ্য জাসদ আয়োজিত ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই ভার্চুয়াল সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সভাপতি জননেতা লোকমান আহমদ বলেন, ১৯৭২ সালে ৩১শে অক্টোবর সদ্য স্বাধীন বাংলাদেশে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে জাতির বৃহত্তর স্বার্থে মুক্তিযুদ্ধ থেকে সদ্য ফেরত আসা একঝাঁক মুক্তিযোদ্ধাদের নিয়ে গণতান্ত্রিক পথে অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জন্ম নিয়েছিল জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদ। জন্ম লগ্নেই শাসকগোষ্ঠীর প্রতিক্রিয়াশীল অংশের বিরুদ্ধে সংগ্রামে জাসদের শতশত নেতা-কর্মীকে হত্যা করা হয়, হাজার হাজার নেতা-কর্মী জেল-জুলুম ও অমানুষিক নির্যাতনের শিকার হয়েছিলেন। আজও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পর জাসদ সমাজতন্ত্রের সেই আদর্শকে সমন্নত রেখে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। যেখানেই অত্যাচার, অবিচার, দলবাজী, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, মৌলবাদ, সেখানেই জাসদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত আছে।
তিনি আরো বলেন, ২০০৮ সালের নির্বাচনে জাসদ ১৪ দলীয় জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে ৩টি আসনে বিজয়ী হয়। মহাজোট সরকারে জাসদের অংশগ্রহণ না থাকলেও সরকারের বাইরে থেকেই জাসদ শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারকে নীতিগত সমর্থন দেয়ার পাশাপাশি সংসদ-রাজপথে যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে।