1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
যুবক ব্যবসায়ী নিঁখুজ বড়লেখায় - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

যুবক ব্যবসায়ী নিঁখুজ বড়লেখায়

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৮৬ পড়া হয়েছে

মামুনূর রশীদ মহসিন।। মৌলভীবাজার, ১৭ মে, রোববার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর বাজারিটিলা এলাকার একটি পরিত্যাক্ত ঘর থেকে সমছ উদ্দিন নামে চৌত্রিশ বছর বয়সের এক যুবক ব্যবসায়ীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার(কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর।

নিহত যুবব্যবসায়ী সামছ উদ্দীন। ছবি: মুক্তকথা

পুলিশ সূত্রে জানাযায় খুন হওয়া সমছ উদ্দিন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যগ্রামতলার আমির উদ্দিনের ছেলে। এলাকা সূত্র বলে সমছউদ্দিন বছর পূর্বে পূর্ব মোহাম্মদনগর বাজারিটিলা এলাকায় রহমানীয়া চা বাগান এলাকার পাশে কিছু জমি ক্রয় করেন। কতেক অংশে একটি মৎস্য খামারও গড়ে তুলেন। সেই খামারে রাত দিন যাওয়া আসা করতেন সমছউদ্দিন। গত ১৬মে বাড়ি থেকে খামারের উদ্দেশ্যে বেরিয়ে গেলে আর বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন অনেক খোজাখুঁজি করার পর ১৭মে পূর্ব মোহাম্মদনগর বাজারটিলা এলাকার একটি পরিত্যাক্ত ঘরে রক্তমাখা একটি মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাত ১২টার সময় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হক ঘটনাস্থল থেকে জবাই করা অবস্থায় সমছউদ্দিনের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরেরদিন মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয় দেন। এ খবর লিখা পর্যন্ত হত্যাকান্ডের কোন কারন জানা যায়নি। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনু হক বলেন ধারালো অস্ত্রদিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। দূর্ঘটনাটির তদন্ত চলমান আছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT