1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রেললাইনের উপর স্লিপার রেখে ট্রেন দুর্ঘটনার অপচেষ্টা ব্যর্থ করা হয়েছে! - মুক্তকথা
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

রেললাইনের উপর স্লিপার রেখে ট্রেন দুর্ঘটনার অপচেষ্টা ব্যর্থ করা হয়েছে!

কমলগঞ্জ(মৌলভীবাজার) সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ পড়া হয়েছে

যোগাযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে কমলগঞ্জে ট্রেন দুর্ঘটনার চেষ্টা ব্যর্থ!


সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের উপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানো এবং যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের উপর থাকা স্লিপারগুলো সরিয়ে ফেলে সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেন। বুধবার(১২ নভেম্বর) ভোরে কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে জানান ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ দাস।

স্থানীয়রা জানান, অনেক বড় ধরনের ঘটনা ঘটতে পারতো। কিন্তু সেটা হয়নি। ট্রেনের ধাক্কায় স্লিপার সরে যায়। পরে স্থানীরা সেটা রেললাইন থেকে সরে ফেলে। এ ধরনের নাশকতামূলক ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার পলাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি জানতাম না এমন ঘটনা ঘটেছে। পরে স্থানীদের মাধ্যমে জানলাম। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। হয়তো সেটা হয়নি। বিষয়টা খুবই দুঃখজনক। আমি বিষয়টা উর্ধতন কর্মকর্তাদের অবগত করেছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT