লন্ডন: অতি সম্প্রতি লন্ডনে চাকুবাজির সংখ্যা আশংকাজনকভাবে বেড়ে গেছে। বিচারের আওতায় আনা হয়েছে এমন অপরাধমূলক চাকু ব্যবহারকারীদের সংখ্যা চরম উচ্চতায় গিয়ে উঠেছে বিগত ৮বছরে। বৃটেনের এক সরকারী হিসেবে তাই বেরিয়ে এসেছে। দেশের বিচার মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা গেছে গত মার্চ পর্যন্ত ১২ মাসে ৪,৮৩৬জনকে চাকু ব্যবহার জনিত অপরাধে হয় দন্ড দেয়া হয়েছে অথবা হুশিয়ার করে দেয়া হয়েছে।
বিগত বছরের হিসাবের সাথে তুলনামূলক বিচারে বর্তমান সংখ্যায় ৫৬৪জন বেশী। শতকরা হিসেবে চাকু অপরাধ বিগত বছরের তুলনায় ১৩ ভাগ বেড়ে গিয়েছে যা কি-না ২০০৯ সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যা এবং এর মধ্যে ৫,০০০ এর অধিক সংখ্যক অপরাধ আদালত পর্যন্ত গড়িয়েছে।
সর্বশেষ আজকের এই সংখ্যা জানান দেয় যে লন্ডনই চাকু অপরাধের স্বর্গরাজ্য। এখানে সর্বোচ্চ পরিমানে চাকু ব্যবহারের অপরাধ সংগঠিত হয়। আজকের নথিভুক্ত ১ লাখে ৬৫টি চাকু অপরাধের শাস্তি সে ইংগিতই দেয়। এ হিসেবে স্পষ্টই দেখা যায় যে উত্তাল তরঙ্গের মত চাকুর অপরাধ টগবগিয়ে বেড়ে উঠছে লন্ডনে।