![]() মায়াময়ী ৩কন্যার জনক কৃষ্ণপদ দাশ কানাডায় প্রবাস জীবন নেয়ার আগে মৌলভীবাজার শহরের গির্জা পাড়ায় তার পৈত্রিক বাড়ীতে এক ভাই ও বোন নিয়ে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ী কমলগঞ্জ উপজেলার বৃন্দাবনপুর গ্রামে। তার প্রয়াত বাবা ছিলেন মৌলভীবাজার মহকুমা শহরের একজন আইনজীবী(মোক্তার)। মৌলভীবাজার শহরের স্বনামধন্য শিক্ষক, জেলা পুজাকমিটির সভাপতি গীর্জাপাড়ার বাসীন্ধা আশুরঞ্জন দাশ তার কাকাতো ভাই। খুবই নম্র আর বিনয়ী স্বভাবের সদালাপী এই শিক্ষক, শিক্ষকতায় অবসর গ্রহনের পর স্বস্ত্রীক মেয়ের কাছে কানাডায় চলে যান এবং স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিলেন। বিনয়ী মহাত্মা এই শিক্ষকের মৃত্যুতে তার চিরশান্তি কামনা করে আমরা মুক্তকথা পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। |