লন্ডন: শনিবার, ১৪ই মাঘ ১৪২৩।। স্যার উপাধিধারী, হেরিপর্টার খ্যাত, প্রখ্যাত বৃটিশ চিত্রাভিনেতা স্যার জন হার্ট ৭৭ বছর বয়সে আজ পরলোকগমন করেছেন। জীবন চলার পথে বিভিন্নমূখী কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ স্যার জন জীবনে বহু নামী-দামী চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে “এলিফেন্ট মেন”, “এলিয়েন” ও “হেরিপট্টার” অন্যতম। প্রায় ৬ দশক জুড়ে বিস্তৃত দূরদর্শন ও চলচ্চিত্র জীবনে জন হার্ট কম করেও ২০০টি ছবি ও দূরদর্শন সিরিজে কাজ করেছেন।
প্রেসিডেন্ট জন এফ কেনেডির বিধবা স্ত্রীর জীবনীমূলক দালিলিক ছবি “জেকি”তেও তিনি অভিনয় করেছেন।
তিনি আগে ‘পেনক্রিয়েটিক কেনসার’এ আক্রান্ত হয়েছিলেন তবে ২০১৫ সালে তাকে সম্পূর্ণ সুস্থ বলা হয়েছিল।
১৯৪০ সালের ২২শে জানুয়ারী বৃটেনের চেস্টারফিল্ড এলাকায় জন্ম নেয়া ক্ষণজন্মা এই শিল্পী তার জীবনে ১২টি ‘আজীবন পুরস্কার ও মনোনয়ন’-এ ভূষিত হয়েছিলেন। (ইন্ডিপেন্ডেন্ট থেকে অনুবাদ)