বাবা-ছেলে দগ্ধসহ
শ্রীমঙ্গলে শেভরনের গ্যাস পাইপলাইনে
আগুনের আরো খবর
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মোঃ আলাউদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়। আমরা ধারণা করছি, গ্যাস নলে ফুটো হয়ে আগুন লাগতে পারে। আজ ঢাকা থেকে শেভরনের একটি দক্ষ দল শ্রীমঙ্গলে এসেছেন। তারা পরীক্ষা নিরীক্ষা করে বিস্তারিত জানতে পারবেন।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশত লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল লিটন চৌধুরীর পক্ষ থেকে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে এসব বস্ত্র বিতরণ করা হয়।
![]() |
কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দত্তের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ প্রমুখ।
মৌলভীবাজারে পূবালী ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে স্টুডেন্ট ব্যাংকিং একাউন্ট খোলা নিয়ে শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
![]() |
ব্যাংকের চৌমোহনা শাখা ব্যবস্থাপক নুপুর বৈদ্যের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকটির অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, বয়োজ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার জোত্যির্ময় দাশসহ অনেকে।