মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জেলা স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা গত ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার সকাল ১১টায় কুসুমবাগ চত্বর হতে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জোর দাবি জানান। জেলা প্রশাসক কার্যালয়ে স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী দের পদযাত্রা শেষে অবস্থানকালে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জেলা প্রশাসক এই দাবির সাথে একাত্ততা পোষণ করে বলেন- মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নে জনপ্রতিনিধিদের নেতৃত্বে আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছে দিব। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
স্বেচ্ছাসেবীরা বলেন- ২০১৭ সাল থেকে জেলার ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবি মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করে আসছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি চলবে। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কর্মসূচি শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেখ বোরহান উদ্দিন(রহঃ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও স্পন্দন মৌলভীবাজার এর সভাপতি ইহাম মোজাহিদ ও হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক সিরাজুল হাসানের সঞ্চালনায় সংহতি প্রকাশ করেন মৌলভীবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সিনিয়র সহ সভাপতি বকসি ইকবাল আহমদ; মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) মৌলভীবাজার সভাপতি আ স ম সালেহ সুহেল; দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ইমাদ উদ দিন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ সভাপতি মাহমুদুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান রাহেল; মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি বেলাল তালুকদার, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়ছল মনসুর, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ রুমান আহমদ; শহরতলি ব্রীজ আন্দোলনের উদ্যোক্তা বাবুল দেব, মইন উদ্দিন একাডেমির পক্ষে আজিজুর রহমান শিপলু, সবুজ বাংলা সভাপতি রেদোয়ান আহমদ; ‘স্টে উইথ হিউমিটি’র নাইম আহমদ সানি, দুর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ, এম জুনেদ আহমদ; কালের কন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক তাকবির হোসেন, রোটারেক্টর আব্দুল মোত্তাকিন শিপলু, জাগ্রত তারুণ্য সামাজিক সংগঠনের সদস্য সচিব হায়দার আলী নয়ন; আমতৈল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মুমিন খান, বিআইএস এর সহ সভাপতি সৈয়দ আবু হাসান জিল্লুল, স্পন্দন মৌলভীবাজার এর সাংগঠনিক সম্পাদক হায়াতুল ইসলাম রাহি; হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম তপু, নাজিরাবাদ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম খান, মৌলভীবাজার সাইক্লিং সোসাইটির হোসাইন আহমদ; সুর্য তরুণ সামাজিক সংগঠন, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটির সভাপতি এস এম বশির আহমদ, স্বপ্নের ছোয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সুহান; সিরাজুল ইসলাম, জুয়েল আহমদ জিসান, ছাত্র কমিউনিটির সহ সভাপতি মুনাহিদ আহমদ মুন্না; সাধারণ সম্পাদক আবুল মাসুম রনি, মৌলভীবাজার পৌর খেয়া ঘাটে একটি ব্রিজ চাই গ্রুপের সদস্য পারভেজ আহমদ, ফয়জুর রহমান রাজু; মারুফ আহমদ খান পাবেল, নাইম আহমদ সানি, শাহরিয়ার খান শাকিব; জাবেদ ইমাম অপু, আদনান ইমন, সৈয়দ আসিফ আহমদ; রুহেল আহমদ, সোহাব আহমদ, জুবায়ের আহমদ; নাইমুল ইসলাম মাহি, রুহুল আমিন কামরুজ্জামান কামরান, শাওন আহমদ প্রমুখ। |