পরিবহন সংকট নিরসন, মেডিকেল সেন্টার স্থাপন ও
ছাত্র সংসদ নির্বাচন সহ ৬দফা দাবী
মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয়ের পরিবহন সংকট নিরসন, মেডিকেল সেন্টার স্থাপন ও ছাত্র সংসদ নির্বাচন সহ ৬ দফা দাবিতে ছাত্র ফ্রন্টের স্মারকলিপি প্রদান করেছে।
মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয়ে বিদ্যমান বিভিন্ন সংকট সমাধানের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার পক্ষ থেকে কলেজ শাখার প্রধান সংগঠক রাজিব সূত্রধরের নেতৃত্বে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের নিকট গেলো ২৭ আগস্ট’২৫ বুধবার সকাল ১১:৩০টায় সময় ৬ দফা দাবির একখানা স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজের প্রধান সংগঠক রাজিব সূত্রধর বলেন, মহাবিদ্যালয়ে প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে নানাবিধ সংকটে জর্জরিত এই প্রতিষ্ঠান। ফলে শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং শিক্ষার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার পক্ষ থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘদিন থেকে কলেজে বিদ্যমান সংকট নিরসন, শিক্ষার্থীবান্ধব গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার রয়েছে।
![]() |
মহাবিদ্যালয়ের পরিবহন-আবাসন সংকট নিরসন করা, মেডিকেল সেন্টার স্থাপন, পাঠাগার-মিলনীর আধুনিকায়ন করা ও পর্যাপ্ত নতুন বই সংযোগ করা সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয়ে বিদ্যমান সংকট নিরসন এবং শিক্ষার্থীবান্ধব গণতান্ত্রিক প্রাঙ্গন নির্মানের লক্ষ্যে আমরা আজকে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করলাম। আমরা আমাদের দীর্ঘদিনের দাবি অতিদ্রুত সময়ের মধ্যে মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিকেও গুরুত্বপূর্ণ দাবি হিসেবে স্মারকলিপিতে তুলে ধরেছি। অধ্যক্ষ মহোদয় অতি দ্রুততম সময়ের মধ্যে পরিবহন সংকট নিরসনে বাস ক্রয়ের আশ্বাস দেন এবং ধাপে ধাপে এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে মেডিকেল সেন্টার স্থাপন সহ অন্যান্য দাবিসমূহ বাস্তবায়ন করবেন বলে আশ্বস্ত করেছেন।
দাবি সমূহ: ১। অতিদ্রুত পর্যাপ্তসংখ্যক কলেজ বাস চালু করে পরিবহন সংকট নিরসন করতে হবে। ২। কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার ও সকল বিভাগের সেমিনার আধুনিকায়ন করে পর্যন্ত বই বরাদ্দ দিতে হবে। ৩। কলেজের হলসমূহের সংস্কার করা, রিডিং রুম স্থাপন করা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং একইসাথে হলের ভাড়া বৃদ্ধি করা যাবে না। ৪। কলেজের স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা এবং পর্যাপ্ত সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিতে হবে। ৫। এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে কলেজে মেডিকেল সেন্টার চালু করতে হবে। ৬। মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। |