1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাঁওতালদের পুনর্বাসন সম্পর্কে জানাতে আদালতের নির্দেশ - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

সাঁওতালদের পুনর্বাসন সম্পর্কে জানাতে আদালতের নির্দেশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬৪ পড়া হয়েছে

লন্ডন: বুধবার ৩রা ফাল্গুন ১৪২৩।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষের ঘটনার পর উচ্ছেদকৃত ভূমিহীন সাঁওতালদের পুনর্বাসনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত সাহেবগঞ্জে সংঘর্ষের ঘটনায় ভূমিহীনদের পুনর্বাসনে কেন ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।এ বিষয়ে ৩০ দিনের মধ্যে গাইবান্ধার জেলা প্রশাসক ও গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভূমি সচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ওসিসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে রিটকারী আইনজীবী সুপ্রকাশ দত্ত বলেন, হাইকোর্টের দ্বৈত বেঞ্চ গত ৮ জানুয়ারি এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল দিয়েছিলেন। সাহেবগঞ্জে গত বছরের ৬ নভেম্বর সংঘর্ষের ঘটনার পর ইচ্ছাকৃতভাবে আলামত নষ্ট করার অভিযোগে রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান আদালত। রংপুর সুগার মিলের এমডিকে প্রতিবেদন দিতে বলেছিলেন আদালত। তিনি আদালতে প্রতিবেদন দেন। এ বিষয়ে আজ শুনানিকালে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন। (ক্রাইমবার্তা থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT