আজ ৯জুন ২০২১, বুধবার, বিকাল ৪:৩০টায়, মৌলভীবাজার চৌমুহনা চত্বরে সিলেট সিটি করপোরেশনের দ্বারা বাসদ নেতৃবৃন্দসহ আরো অনেকের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও গণমুখী বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সম্প্রতি সিলেট সিটি করপোরেশন বাসদের সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, সদস্য প্রণব জ্যোতি পাল, জুবায়ের চৌধুরী সুমনসহ অজ্ঞাত ৩০০ জনের নামে মামলা দায়ের করে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, মৌলভীবাজার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সংক্ষিপ্ত সমাবেশে সরকার ঘোষিত বাজেটকে তারা ব্যবসায়ী-আমলা তোষণের বাজেট উল্লেখ করে তা পরিহার ও গণমুখী বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের দাবী জানায়। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য আবুল হাসান(এডভোকেট), বাসদ রাজনগর উপজেলা সংগঠক বিপ্লব মাদ্রাজি পাশী, চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এমন ঘটনায় সিসিক যেখানে তার এই সকল কর্মচারীদের পক্ষে থেকে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিবে তা না করে সেই আন্দোলনে নেতৃত্ব দেয়া বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পালসহ অজ্ঞাত আরও ৩০০ জনের নামে মামলা করে। এখানে দেখাই যাচ্ছে সিসিক তার সেই সন্ত্রাসীদের রক্ষা এবং রিকশা শ্রমিকদের ওপর জুলুমের এক নতুন অধ্যায় রচনা করলো। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাজেট প্রসঙ্গে বক্তারা বলেন, গত ৩জুন দেশের ইতিহাসে ৬ লক্ষ ৩হাজার ৬৮১ কোটি টাকার বৃহৎ বাজেট সংসদে প্রস্তাব করা হলো। করোনাকালীন সময়ে সরকারের করোনা মহামারী বিবেচনায় নিয়ে কোথায় স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ উৎপাদন মুখী খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধিতে মনোযোগ দিবে, তা না করে আগের ধারায়ই বাজেট প্রনয়ন করা হলো। ওপর দিকে সাধারণ জনগণের জন্য বাজেটে কিছু না থাকলেও ব্যবসায়ীদের জন্য সরকার বাজেটে বিশেষ সুযোগ তৈরি করলো। আমরা এই বাজেটকে প্রত্যাহার করে গণমুখী একটি বাজেট প্রণয়নের দাবি জানাচ্ছি। একইসাথে বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫% কর প্রত্যাহারের দাবি জানাচ্ছি। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মৌলভীবাজার জেলার প্রতিবাদী মানববন্ধন দলের জেলা ফোরামের সিনিয়র সদস্য মঈনুর রহমান মগনু(এডভোকেট)র সভাপতিত্বে এবং জেলা সদস্য রেহনোমা রুবাইয়াৎ এর সঞ্চালনায় এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। |