জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই দাসপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার ২৯এপ্রিল বিদ্যুৎ লাইনের দু’টি খুঁটি উপড়ে পড়ে। এ বিদ্যুৎ লাইনটি কোথাও বাসাবাড়ি, কোথাও গাছগাছালি, আবার কোথাও খোলা জায়গার ওপর দিয়ে টানানো। এ লাইনে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ চলাচল করে।
কোন ঝড়বৃষ্টি-তুফান নেই অথচ হঠাৎ করেই ওই লাইনের পাশাপাশি দুটি স্টিলের খুঁটি উপড়ে পড়ে যায়। বড় আকারের দূর্ঘটনা ঘটতেই পারতো কিন্তু সৌভাগ্যবশতঃ এ ধরণের কোন দূর্ঘটনা ঘটেনি। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এলাকার লোকজন।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কয়েক বছর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(পিডিবি) জাঙ্গিরাই দাসপাড়া এলাকার ভেতর দিয়ে ৩৩ হাজার ভোল্টের লাইনটি স্থাপন করে। আজ সকাল সাড়ে নয়টার দিকে সেখানে লাইনসহ দুটি খুঁটি উপড়ে পড়ে। এ সময় লাইনের তার গাছ, বাঁশ ও বসতঘরের টিনের চালার ওপর পড়ে যায়। আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের লোকজন ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেন। এ ঘটনায় আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা গাড়িচালক বিধান দাস বলেন, যেখানে দুটি খুঁটি পড়েছে, সেখানে প্রতিদিন বিকেলে শিশু-কিশোরেরা খেলাধুলা করে। অনেকে গবাদি পশু চরান। তবে ঘটনার সময় স্থানটি ফাঁকা ছিল। নইলে প্রাণহানির ঘটনা ঘটতে পারত।
এলাকাবাসী বলেন, দু’টি খুঁটি কম গভীরতায় গর্ত করে স্থাপন করা হয়েছিল। এ ছাড়া খুঁটিগুলোর নিচের অংশ জং ধরে নষ্ট হয়ে গেছে। এ কারণে ঝড়বৃষ্টি ছাড়াই উপড়ে পড়েছে।
|