হাকালুকি যুব সাহিত্য পরিষদের
পেশা নির্দেশিকা(ক্যারিয়ার গাইডলাইন) ও
মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে “আগামীর লক্ষ্য : আজকের প্রস্তুতি” শীর্ষক পেশা নির্দেশিকা কার্যক্রম(ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম) ও ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার সকালে ভুকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুমেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের জেনারেল ম্যানেজার ও ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অস্থায়ী(অ্যাডহক) পর্ষদের সভাপতি মো. এনামুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন, শিক্ষক ও লেখক এম. এস. আলী, শিক্ষক ফখর উদ্দিন, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, সংগঠনের উপদেষ্টা মো. নজরুল ইসলাম ও সিএনআরএস কর্মী মোহাম্মদ আজির উদ্দিন।
উপস্থিত ছিলেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্ঠা আজিজুর রহমান মনির।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক এফরুল ইসলাম রুহিন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি লিমিটেডের সিনিয়র অফিসার জাহাঙ্গীর হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুল রাসেল, অফিস সম্পাদক আব্দুল আজিম রাফি, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. রাসেল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার তাহমিদ, সদস্য আব্দুল কাদির, বদরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি, ক্যারিয়ার গঠনের পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদ ও ঝুঁটি(ক্রেস্ট) তুলে দেয়া হয়।
মৌলভীবাজার এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৫ ফেব্রæয়ারী শুরু হয়ে ৮ ফেব্রæয়ারী পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
বিদ্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির এর সভাপতিত্বে বয়েজ ক্যাম্পাসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সামাদ মিয়া ও বিদ্যালয়ের সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার হিরাজ আলী শাহ।
এদিকে গার্লস ক্যাম্পাসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন, পিটিআই ইন্সট্রাক্টর (জেনারেল) রিতু আক্তার ও শাহ মোস্তফা দাখিল মহিলা মাদরাসার ভাইস প্রিন্সিপাল সেলিনা আক্তার মনি।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ, কো-অর্ডিনেটর রেজুয়ানা আক্তার, শবনম রশীদ এবং মরিয়ম বেগম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তব্য, দৌঁড় প্রতিযোগিতা, চকলেট দৌঁড়, দড়ি লাফ, বেলুন উড়ানো, আলু কুড়ানো, মোরগ লড়াই সহ বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
গার্লস এবং বয়েজ ক্যাম্পাসে এবারে প্রথম আলাদা আলাদা ইভেন্ট আয়োজন করা হয় এবং পৃথকভাবে দুই ক্যাম্পাসে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক মানোন্নয়নে গুরুত্বারোপ করেন।