ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী বুধবার হিমাচলের মুখ্যমন্ত্রী শ্রী ব্রীভদ্রা সিংয়ের সঙ্গে শিমলায় তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে হাইকমিশনার হিমাচলের মুখ্যমন্ত্রীর হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী গ্রন্থটির একটি হিন্দি সংস্করণের কপি তুলে দেন। বইটি গ্রহণ করে মুখ্যমন্ত্রী বঙ্গবন্ধুকে অবিসংবাদিত নেতা হিসেবে আখ্য দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নেরও ভূয়সী প্রশংসা করেন। মুখ্য সচিব (ভারপ্রাপ্ত) তরুণ শ্রীধর, মুখ্য উপদেষ্টা টি.জি নেগি ও বিশেষ সচিব অশ্বিনি শর্মা এসময় উপস্থিত ছিলেন। খবর ইত্তেফাকের।