মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাঘ মাছ। শুক্রবার দুপুরে উপজেলার কেশরপাড়া এলাকার চড়ারবাজারে জেলেদের মাজালে দেখা মেলে এই মাছটি। কেশরপাড়া গ্রামের ওই জালের মালিক আব্দুল আলিম মাছটি পেয়ে বেজায় খুশি। মাছটি তাৎক্ষনিক স্থানীয়রা ২২ হাজার টাকা হাকলে দর-দামে মিল না হওয়ায় বিক্রি হয়নি। চড়ারবাজারে প্রায় দুই হাজার ফুট লম্বা এরকম মাজাল আরও ৮টি রয়েছে। এই জালে ইলিশ,বাছা,কেদার,রানী মাছ সহ আরও হরেক প্রজাতির মাছ আটকে থাকে। প্রতি জালের ঠানে ৫ থেকে প্রায় ৪০ হাজার টাকার মাছ বিক্রি করা হয়ে থাকে। কুশিয়ারায় পাতানো প্রত্যেকটি মাজালে প্রায় ৩০ জন জেলে মিলে জাল ঠানে। চড়ারবাজারে ৮টি জালে ২৪০ জন জেলে কাজ করে জীবিকা নির্বাহ করেন। |