মুক্তকথা সংবাদকক্ষ।।
ভিয়েনায় চালকবিহীন একটি বাস পথচারীকে আঘাত করায় অস্ট্রিয়াকে চালকবিহীন বাস নির্মাণের কারিগরী কৌশল পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করে দিতে হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার ১৮ই জুলাই যখন রাস্তায় চলতে গিয়ে গাড়ীটি ৩০ বছর বয়স্ক একজন পথচারী মহিলার হাটুতে আঘাত করে। নাভিয়া সাস নামের ওই গাড়ীটি ঘন্টায় সাড়ে ৭মাইল গতিতে চলছিল। অস্ট্রিয়ার সরকারী বেতার ORF এর বরাত দিয়ে ব্লমবার্গ বাসটির চিত্রসহ এ খবর প্রকাশ করেছে।
এ ঘটনার ফলে ভিয়েনার ট্রেন্জিট কর্তৃপক্ষ চালকবিহীন বাস রাস্তায় চলাচলের কারিগরী কৌশল পরীক্ষা-নিরীক্ষা আপাততঃ বন্ধ করে দিয়েছেন। এ নিয়ে তথ্য অনুসন্ধান চলছে কি কারণে বাসটি এমন ব্যবহার করেছে। তথ্যানুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত ভিয়েনায় চালকবিহীন বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
পরীক্ষামূলক চালকবিহীন বাস চালানোর এক প্রকল্পের আওতায় গত ৬ই জুন থেকে ভিয়েনা নগর কর্তৃপক্ষ ২টি বাস পরীক্ষামূলকভাবে চালিয়ে আসছিল। এতে অংশ নিয়েছিল “অস্ট্রিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি” এবং “সিমেন্স মবিলিটি” নামের দু’টি সংস্থা।