1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আমরা দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ, মৌলভীবাজারে অগ্রণী ব্যাংকের কম্পিউটার ল্যাব এর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্-উল ইসলাম - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

আমরা দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ, মৌলভীবাজারে অগ্রণী ব্যাংকের কম্পিউটার ল্যাব এর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্-উল ইসলাম

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৪২৮ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। গত শুক্রবার ১৪ জুলাই দুপুরে অগ্রণী ব্যাংকের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, মৌলভীবাজার-এর কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, আমরা দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। আর এই প্রতিশ্রুতি রক্ষা এবং অগ্রণী ব্যাংককে এগিয়ে নিয়ে যেতে ব্যাংক কর্মী সবাইকে আন্তরিকতার সাথে সমন্বিতভাবে কাজ করতে হবে। আর এই এগিয়ে যাওয়ারই একটা প্রয়াস হলো আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ও কম্পিউটার ল্যাব। যাতে করে এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে সবাই নিজের অভিজ্ঞতার সবটুকু কাজে লাগিয়ে এই ব্যাংককে এগিয়ে নিয়ে যেতে পারেন।
মৌলভীবাজারে অবস্থিত অগ্রণী ব্যাংকের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এ কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান বিশ্বজিৎ দাস এর-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ গোলাম কবির, মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান, উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান সাদিক, এবং ফ্লোরা টেলিকম লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ মহসিন খান প্রমুখ। এছাড়াও সিলেট সার্কেলাধীন নির্বাহীবৃন্দ ও ১৮টি শাখা ব্যবস্থাপকগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা মৌলভীবাজার আঞ্চলিক ট্রেনিং ইনস্টিটিউট ও কম্পিউটার ল্যাব স্থাপন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি বিশ্বজিৎ দাস।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT