1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এ কেমন দূর্ব্যবহার! - মুক্তকথা
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

এ কেমন দূর্ব্যবহার!

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ৬৮৪ পড়া হয়েছে

ফেইচ বুকের একটি ছবি। আমাদের গাড়ীচালকদের চলাফেরা এবং কর্তব্য ও দায়ীত্ববোধের এক অপমানকর কীর্তি!  হতে পারে এটি একটি দূর্ঘটনা। সম্পূর্নটাই অনিচ্ছাকৃত। কোন পূর্ববিবাদ ছাড়া কেউই চায়না অন্যের ক্ষতি করতে এরকমটা ভাবতেই পারি। কোন ধরনের বিবাদ বিসংবাদ ছাড়াও অন্য কোন না কোন কারণে ইচ্ছাকৃতভাবে এমনটা ঘটাতে পারে এমন মানুষেরও অভাব নেই আমাদের দেশে। এটিও ঠিক। এদের একটি হতেই হবে। কিন্তু এখানের ঘটনাটি দেখেই মনে হয় বিষয়টি অনিচ্ছাকৃত তবে কর্তব্য ও  দায়ীত্বহীনতা খুবই প্রকট।
ইচ্ছেকরে না ঘটালেও  কাজটি নিন্দনীয় এবং  অপরাধতো অবশ্যই। শাস্তিযোগ্যও বটে। কেনো এমন করবেন? এটি কোন রূপেই রং তামাশা হতে পারেনা। তামাশারও একটি বিশেষ দিক ও সময়জ্ঞান থাকা উচিৎ। যে তামাশা অন্যের ক্ষতির কারণ হয়ে দাড়ায়, সেটি আর তামাশা থাকেনা। হয়ে পড়ে অপরাধ। আপনার গাড়ী আছে বলেই কি বেপরোয়া গাড়ী চালিয়ে অন্যজনের অনিষ্ট করবেন। স্কুল, কলেজ, অফিসগামী কত শত হাজার মানুষ ‘পায়ে হেটে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করে। যে কোন জনের বেপড়োয়া গাড়ী চালনা অন্যজনের গন্তব্যে পৌঁছা নস্যাৎ করে দিতে পারে।’ ছবি দিয়ে এমন মন্তব্য করেছেন ফেইচবুকার আবুল কালাম আযাদ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT