রাজনগর, মৌলভীবাজার।। দেশে আর ফেরা হলো না আনহারের। ওমানে এক বাংলাদেশীর মৃত্যু, খবরের সেই মানুষটি হলেন রাজনগরের আনহার উদ্দীন। তিনি মৌলভীবাজার জেলার রাজনগরের ফতেহপুর ইউনিয়নের মানুষ। তার মৃত্যুতে পরিবারে গভীর শোকের মাতম উঠেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে করোনায় আক্রান্ত হয়ে আনহার উদ্দীন(৩৮) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে তার বাড়ী।
খবরের সেই মৃত ব্যক্তিই হলেন, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম বেরকুড়ি গ্রামের আনহার উদ্দীন । স্থানীয়ভাবে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত ওমানে বসবাস করে আসছিলেন। বেশ দিনচারেক আগে তিনি অসুস্থ হলে ওমানের মাস্কটের একটি ক্লিনিকে চিকিৎসা নেন। গত মঙ্গলবার, ২ জুন, আবার অসুস্থ হলে তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে ভর্তি হন। পরে গত বুধবার, ৩ জুন, দুপুরের দিকে হাসপাতালেই মৃত্যুবরণ করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তার বাবার নাম আব্দুস সত্তার। মৃত্যুকালে আনহার উদ্দীন স্ত্রীসহ এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তার লাশ দেশে আনার বিষয়ে কিছু জানা যায়নি।