1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
"ওয়াহেদ আজিজ বৃত্তি"র ২১তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা - মুক্তকথা
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

“ওয়াহেদ আজিজ বৃত্তি”র ২১তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ৫৫৫ পড়া হয়েছে

পরীক্ষা পর্যবেক্ষনরত এমপি সায়রা মহসিন। ছবি- মুক্তকথা

আবুল হায়দার তরিক।। একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে গত শুক্রবার অনুষ্টিত হয়ে গেল “ওয়াহেদ আজিজ বৃত্তি”র ২১তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা। সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭৫০জন পরীক্ষার্থী এতে অংশগ্রহন করে। সকাল ১০.৩০মি থেকে ১.০০টা পর্যন্ত চলে পরিক্ষা। পরীক্ষা পরিদর্শন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, দাতা প্রতিনিধি খয়রুল হক চৌধুরী আতা, বিএনপি নেতা মুহিতুর রহমান হেলাল, সৈয়দা সাবরিনা শারমিন। এছাড়া‌ও আখাইলকুড়া ইউপি আওয়ামীলীগের সম্পাদক ও সাবেক শিক্ষক নুরুল হক, প্রধান শিক্ষক প্রতিভা চক্রবর্তী, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সদস্য আমিরুল ইসলাম সাহেদ, সংগঠনের সভাপতি এবাদুল হক দুলু, সম্পাদক গাজী আবেদ, পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমদ, যুগ্ম সম্পাদক মিজানুল হক পান্না, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি তানভীর শিপু এবং সুমন, মুহিবুর রহমান দিপলু, রুবেল, ইলিয়াস কবির শাহিন, হাবিব, জাকারিয়া, কামরুল, হায়দর, সুহেল, রুমেল, ওয়াশিম, রুবেল বেগ, সিবলু, রাহি, সুমিত, মহসিন, রিপন, শহিদ, হেলাল, সোহান, সজিব, জাহেদ, রাজা, মিলাদ, জুনেদ, ইমরানবেগ, প্রমুখ ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ পরীক্ষা চলাকালীন পর্যায়ক্রমে পরিদর্শন করেন।

পরীক্ষা পরিদর্শকমণ্ডলী লাইনধরে দাঁড়িয়ে পরীক্ষা পর্যবেক্ষন করছেন। ছবি-মুক্তকথ

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT