1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কিছু সুহৃদ প্রবাসী রমজানের খাদ্যসামগ্রী বিলিয়ে দিলেন  - মুক্তকথা
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

কিছু সুহৃদ প্রবাসী রমজানের খাদ্যসামগ্রী বিলিয়ে দিলেন 

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ২২৫ পড়া হয়েছে
ইমাদ উদ-দীন।।

মৌলভীবাজারে ‘বিসমিল্লাহ চ্যারাটি ইউকে’এর উদ্যোগে গত শনিবার জেলা শহরের রুমেল কমিউনিটি সেন্টারে রমজান মাসের সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা ও সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ আব্দুল কাহির সোহেলের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সচেতন নাগরীক ফোরাম মৌলভীবাজার (সনাফ) এর সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক প্রমুখ।
রমজানের খাদ্য সামগ্রীর মধ্যে ছিল তৈল, চিনি, পিয়াজ; রসুন, চাল, ময়দা; চানা ও ডালসহ প্রয়োজনীয় খাদ্যদ্রবের ৪২কেজির এক একটি প্যাকেট। ২ শতাধিক সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষের হাতে রমজান মাসের এই উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন অতিথিরা।
এদিকে মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন হেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে সদর উপজেলার তৈয়ব নগরে (বাউরঘরিয়া) এলাকায় হতদরিদ্র ২’শ ৫০ জন মানুষের মধ্যে রমজানের খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। শনিবার বিকেলে সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ এর সভাপতিত্বে ও এম মুহিবুর রহমান মুহিব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.ফজলুল আলী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক,গবেষক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব,হোয়াইটপার্ল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাহজাহান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, শাহ মোস্তফা কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমান ইকবাল, মাওলানা সৈয়দ মাসউদ আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন,সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সাংবাদিক মু. ইমাদ উদ দীন,মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, সমাজকর্মী রুহেল আহমদ,ফয়ছল আহমদ চৌধুরী প্রমুখ। রমজানের খাদ্য সামগ্রীর মধ্যে ছিল তৈল,চিনি,পিয়াজ, রসুন, চাল,ময়দা,চানা, ডালসহ প্রয়োজনীয় খাদ্যদ্রবের ৩২ কেজির একটি প্যাকেট।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT