এম মছব্বির আলী।। মৌলভীবাজার, বুধবার ৩রা ফাল্গুন ১৪২৩।। কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের আয়োজনে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩টায় আন্তঃজেলা দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
খেলা পরিচালনা কমিটির সভাপতি ও আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়ু– এম. মছব্বির আলীর সভাপতিত্বে ও তরুণ সংবাদকর্মী মাহফুজ শাকিলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, মৌলভীবাজার জেলার সহকারী কমিশনার আল বশিরুল ইসলাম, কুলাউড়া সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর হাসান, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মানিক ও সেলিম আহমদ, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক মোহিতুর রহমান রাজু, ট্রেজারার অলিউর রহমান ফাহিম, দৈনিক দিনকাল কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, জাতীয় সাপ্তাহিক অর্থকালের সহকারী সম্পাদক এম আতিকুর রহমান আখই প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল মুহিত বাবলু, দাবাড়– রেজাউল আলম ভুইয়া খোকন, মানবজমিন প্রতিনিধি মোঃ আলাউদ্দিন কবির, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক শরিফ আহমদ, দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সেলিম আহমেদ, কুলাউড়া ব্যবসায়ী সমিতির ১নং ওয়ার্ড সদস্য জাবেদ মাহবুব. সাপ্তাহিক পাতাঁকুড়ির দেশ পত্রিকার কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল, ইউনাইটেড রয়েল্স ক্লাবের সহ-সভাপতি মোশারফ সুমন প্রমুখ।
সুইসলীগ পদ্ধতিতে অনুষ্টিত উক্ত দাবা প্রতিযেগিতায় জেলার বিভিন্ন উপজেলার ৭২ জন দাবাড়– অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে নগদ ১০ হাজার টাকার প্রাইজমানি, রানার্সআপকে ৭ হাজার টাকার, ৩য়কে ৫ হাজার টাকার, ৪র্থকে ৩ হাজার ও ৫মকে ২ হাজার টাকার প্রাইজমানিসহ সার্টিফিকেট প্রদান করা হবে।