1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খাদ্যসংকট মেটাতে পতিত জমিতে চাষ যখন বাড়ছে অন্যদিকে ইয়াবা ব্যবসাও কমছে না - মুক্তকথা
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

খাদ্যসংকট মেটাতে পতিত জমিতে চাষ যখন বাড়ছে অন্যদিকে ইয়াবা ব্যবসাও কমছে না

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৯০ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রবিশস্য ও বোরো মৌসুমে প্রতি বছরই চাষের আওতায় আসছে পতিত জমি। ফসল উৎপাদন বাড়ানোর জন্য কৃষকেরা একই সাথে এক ফসলি
জমিকে দু’ফসলা, তিন ফসলা জমিতে রূপান্তর করছেন। এ ছাড়া যেসব জমি বা জলাশয় কখনও চাষ করা হয়নি এসব জমিতে শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন করা হচ্ছে।

উপজেলার কৃষকেরা জানান, ফসল উৎপাদন বাড়ানোর জন্য পতিত জমিতে বিভিন্ন সবজি চাষ করছেন। বিশেষ করে রবিশস্য ও বোরো ধান চাষ হচ্ছে। পর্যাপ্ত সেচের ব্যবস্থা ও সরকারি প্রণোদান প্রদান করলে আরও পতিত জমি চাষের আওতায় আনা সম্ভব। এ ছাড়া এক ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করে সবজি ও বিভিন্ন জাতের ধান চাষ করছেন বলে তাঁরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা যায়, গত ২০১৭-১৮ মৌসুমে উপজেলায় বোরোধান চাষ করা হয়েছে ৩ হাজার ৯৪০ হেক্টর, সরিষা ৮৫ হেক্টর, সবজি ১হাজার ৩২০ হেক্টর ও আলু ৪৯০ হেক্টর। যা ৫ বছরের ব্যবধানে ২০২১-২২ মৌসুমে ৫৭০ হেক্টর বেড়ে বোরোধান ৪ হাজার ৫১০ হেক্টর চাষ করা হয়। একই সাথে সরিষা ৩০ হেক্টর বেড়ে ১১৫ হেক্টর, সবজি ২৬০ হেক্টর বেড়ে ১৫৮০ হেক্টর এবং আলু ৩৫হেক্টর বেড়ে ৫২৫ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে। সেচের ব্যবস্থা বাড়ানো গেলে এ উপজেলায় পতিত জমিতে বোরোধানসহ অন্যান্য সবজি চাষ আরও বাড়বে বলে জানা যায়।

 

পতিত জমি চাষাবাদের আওতায় আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর সেচের ব্যবস্থা বাড়ানো হচ্ছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, গত কয়েকবছর ধরে কৃষকেরা সবজি ও বোরোধানের প্রতি ঝুঁকেছেন। তাঁরা বিভিন্ন পতিত জমিতে সরিষা, আলু, শাকসবজি চাষ করছেন। এ ছাড়া বোরোধানের বীজতলার জন্য পতিত জলাশয় প্রস্তুত করছেন। কৃষিতে খরচ বাড়লেও সারা বছর সবজিতে ভাল দাম পাওয়া যায়। এ জন্য পতিত জমিসহ সব জমিতে চাষ বেড়েছে।

উপজেলার কৃষক শামসুল মিয়া বলেন, আমি গত তিন বছর ধরে ১ একর জলাশয়ে বর্ষা মৌসুমে মাছের সাথে ধান আর শুষ্ক মৌসুমে সবজি চাষ করছি। অথচ এ জমি গুলো কয়েকবছর আগেও পতিত ছিল।
একই উপজেলার কৃষক জহুর মিয়া বলেন, আমি আগে আমার জমিতে শুধু আমন ধান চাষ করতাম। আমন চাষ করে আমার পরিবারের খাদ্যের চাহিদায় ঘাটতি থাকতো। পরে একই জমিতে গত তিন বছর ধরে আউশ, আমন ও বোরোধান চাষ করছি। এখন পরিবারের খাদ্যের চাহিদা পূরণ হয়ে বাজারে ধান বিক্রি করি।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, গত কয়েকবছর ধরে এ উপজেলায় অনেক পতিত জমি চাষের আওতায় এসেছে। পর্যাপ্ত সেচ থাকলে আরও পতিত জমি চাষের আওতায় আসবে। কৃষকেরা পতিত জমিতে সরিষাসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। বর্তমান সময়ে কৃষকেরা অতি সহজে এক ফসলি জমিতে দু’ফসল, তিন ফসল উৎপাদন করছেন। কৃষকদেরকে সেচ ও প্রণোদনার ব্যবস্থা করলে আরও পতিত জমি চাষের আওতায় আনা সম্ভব বলে মনে করেন।

 

 

কমলগঞ্জ শমশেরনগর ইয়াবাসহ ১জন আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ওসমানগড় গ্রাম থেকে গত রোববার রাত ৮টায় ১২পিছ ইয়াবা ট্যাবলেটসহ সুলতান মিয়া(৩০) নামের এক মাদক
ব্যবসায়ীকে শমশেরনগর ফাঁড়ির পুলিশ আটক করেছে। সে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোয়াগাও গ্রামের আজমল আলীর ছেলে।

 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় উপ-সহকারি পরিদর্শক এনামুল হককে নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুলতান মিয়াকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১২পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ ঘটনায় রাতে মাদক নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক সুলতান মিয়াকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT