1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গাড়ী উৎপাদন কমতির পাশাপাশি ব্রেক্সিট, মরার উপর খাড়ার ঘা - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

গাড়ী উৎপাদন কমতির পাশাপাশি ব্রেক্সিট, মরার উপর খাড়ার ঘা

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৩১৩ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদ।। বৃটেনে মোটর গাড়ীর উৎপাদন শতকরা ১৫.৩ভাগ কমেছে। এর ফলে গেল বারের তুলনায় এবছর বৃটেনে গাড়ীর উৎপাদন কমেছে ২২হাজার। কোন ধরনের চুক্তি ছাড়া ইউরোপীয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসা যে কি নমুনার ক্ষতির কারণ হতে পারে তা নিয়ে সতর্ক করে দেয়া হয়েছে। বৃটেনের সোসাইটি অব মোটর মেনুফেকচারার্স এন্ড ট্রেডার্স (এসএমএমটি)এর বরাতে কলকাতার বর্তমান পত্রিকা এ খবর প্রকাশ করেছে।
“এসএমএমটি” জানিয়েছে উল্লেখ করে পত্রিকাটি লিখেছে যে গত ফেব্রুয়ারী পর্যন্ত মোটরগাড়ী উৎপাদিত হয়েছে ১লক্ষ ২৩হাজার ২০৩টি। যা আগের বছরের তুলনায় প্রায় ২২হাজার কম। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশই মূলতঃ বৃটেনের গাড়ীর বড় খদ্দের। আর এ দু’টি অঞ্চলে বৃটেনের গাড়ীর চাহিদা কমে যাওয়ায় গাড়ীর উৎপাদন কমাতে হয়েছে। নির্দ্বিধায় বলা যায় গাড়ীর উৎপাদন কমে যাওয়ার এ হার দেশের অর্থনীতির জন্য খুবই আশংকার একটি কারণ। এ কথাটির আভাসই দিয়েছে সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স (এসএমএমটি)। এমন অবস্থায় ‘ব্রেক্সিট’ সংকট, মড়ার উপর খাড়ার ঘা না হলে মানুষ বাঁচবে, বাঁচবে দেশ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT