মুক্তকথা সংবাদকক্ষ।। আটের দশকের সংগ্রামী ছাত্রলীগ নেতা প্রবাসী সোহেল আহমদ চৌধুরী ও প্রাক্তন ছাত্রলীগ ও বর্তমান যুক্তরাজ্য জাসদ বার্মিংহাম শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক প্রবাসী সুহেল আহমদ চৌধুরীর বড় ভাই খসরু আহমদ আর নেই(ইন্নালিল্লাহী…রাজেউন)।
![]() |
মৌলভীবাজারের ৩০ দক্ষিণ কলিমাবাদ নিবাসী খসরু আহমদ চৌধূরী সিলেটের মাউন্ট এডুরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ৪ সেপ্টেম্বর দিনগত ভোররাত সাড়ে ৪টার সময় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে মৌলভীবাজার শাহমোস্তাফা দরগাহ-এর কবরস্থানে সমাহিত করা হয়েছে। তিনি জাতীয় সমাজতান্ত্রীক দলের একজন শুভাকাঙ্ক্ষী ও সরব সমর্থক ছিলেন।