মুক্তকথা সংবাদকক্ষ।। গেলো মে মাসে অমূল্য মানব জীবন থেকে খসে পড়েছেন পর পর চারজন উল্লেখযোগ্য মানুষ। করোণা সন্ত্রস্ত আমাদের এ ধরাধাম থেকে চিরবিদায় নিয়েছেন। তারা সকলেই নিজ নিজ কর্মক্ষেত্রে ছিলেন উজ্জ্বল নক্ষত্রসম। তাদের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। মন্ত্রী তার শোক বার্তায় তাদের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। |
তাদেরই চিরবিদায় নেয়া একজন
বেগম আনোয়ারা রাব্বীপ্রয়াত কীর্তিমানগনের একজন হলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী বেগম আনোয়ারা রাব্বী। আনোয়ারা বেগম(৬৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার, ২৬ মে, সকাল সাড়ে ১০টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক সাংসদ আওয়ামীলীগ উপদেষ্টা হাজী মকবুল হোসেন আর নেইগত রোববার, ২৪মে রাত ৯ টার দিকে হাজী মকবুল হোসেন সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
চির অজানায় চলে গেলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগমমৃত্যুলক্ষনা এ মে মাসের ১৭ তারিখে প্রয়াত হন আরেক মহিয়সী নারী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর। গত শনিবার ১৬মে দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির ভূতের গলিস্থ নিজ বাসায় তিনি মৃত্যু্ববরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
প্রয়াত হলেন সাংসদ আলহাজ হাবিবুর রহমান মোল্লাবিগত ৬মে বুধবার, ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা ঢাকার স্কোয়ার হাসপাতালে সকাল ৯:৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জঠিলতায় ভুগছিলেন। |