1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চা-শ্রমিকদের চালদেয়া ও হাসপাতালে ফয়জুল হকের নামে মেঝে - মুক্তকথা
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

চা-শ্রমিকদের চালদেয়া ও হাসপাতালে ফয়জুল হকের নামে মেঝে

কমলগঞ্জ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫০ পড়া হয়েছে

জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দকৃত জিআর-এর চাল,
এনটিসির চা বাগানের শ্রমিকদের মধ্যে বিতরণ

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড এর ৮টি চা বাগানে প্রায় ১০ সপ্তাহের বকেয়া মজুরীর দাবীতে কাজে যোগ না দিয়ে সকল কার্যক্রম থেকে বিরত রয়েছে চা শ্রমিকরা। কাজ ও মজুরী বন্ধ থাকায় চা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। তাদের মানবেতর জীবন যাপনের কারনে মৌলভীবাজারের জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দকৃত জিআর এর ৬৬.৩২ মেট্রিক টন চাল বন্টন করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন কার্যালয়। ৩ টি ফাঁড়ি বাগানসহ ন্যাশনাল টি কোম্পানির ৮ টি চা বাগানের ৬ হাজার ৬ শত ৩২ জন চা শ্রমিকদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

রোববার(১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মাধবপুর, মদনমোহনপুর ও পাত্রখোলা চা বাগানে উপস্থিত থেকে চাল বিতরনের কার্যক্রম উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক স্বপন কুমার সিংহ, মদনমোহনপুর চা বাগানের ব্যবস্থাপক হুমায়ুন আহমদ, মাধবপুর চা বগানের ব্যবস্থাপক জাহাঙ্গির আলম, মাধবপুর ইউপি সদস্য মোতাহের আলী, শিব নারায়ন শীল, মকবুল আলী, নারায়ন রাজভর, বীনা রানী ও মনু দলইৈ ভ্যালি সভাপতি ধনা বাউরী প্রমুখ।

পাত্রখোলা চা বাগান এর স্থায়ী ১৮৬৮ ও অস্থায়ী ২শত জন, মাধবপুর চা বাগান ও এর ফাঁড়ি পদ্মছড়া চা বাগানের স্থায়ী ১১৭৪ ও অস্থায়ী ১শত জন, মদনমোহনপুর চা বাগানের স্থায়ী ৪৭০ ও অস্থায়ী ১শত জন, কুরমা ও এর ফাঁড়ি বাঘাছড়া চা বাগানের স্থায়ী ১৪১১ ও অস্থায়ী ১শত জন এবং চাম্পারায় চা বাগানের স্থায়ী ১১০৯ ও অস্থায়ী ১শত জন নারী-পুরুষ চা শ্রমিকদের মধ্যে এই চাল বিতরন করা হয়।

এদিকে ভরা মৌসুমে এসে চা শ্রমিকরা চা পাতা চয়ন না করায় চা উৎপাদন বন্ধ রয়েছে। এতে করে ন্যাশনাল টি কোম্পানির ফাঁড়িসহ ১৬ টি চা বাগান মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। ভরা মৌসুমে  চা বাগান গুলি বন্ধের কারণে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়ছে ন্যশনাল টি কোম্পানি। এটা এখন কোম্পানির জন্য মরার উপর খরার ঘাঁ এর মত হয়ে দাড়িয়েছে। সরকার যদি দ্রুত কোন পদক্ষেপ গ্রহণ না করে তাহলে চা শিল্প ধ্বংসের দিকে ধাবিত হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক চা বাগান কর্তৃপক্ষের অনেকেই জানিয়েছেন। বাগান বন্ধ থাকার পরও শ্রমিকদের সপ্তাহিক রেশন দিচ্ছে কোম্পানি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, কাজ বন্ধ থাকায় চা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। তাদের মানবেতর জীবন যাপনের কারনে জেলা প্রশাসক এর উদ্যোগে বিশেষ বরাদ্ধ জিআর ৬৬.৩২ মেট্রিক টন চাল বরাদ্ধ ও বন্টন করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 


শমশেরনগর হাসপাতাল প্রশাসনিক ভবনে
আলহাজ্ব ফয়জুল হকের নামে মেঝে নির্মাণ কাজের শুরু


সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল প্রশাসনিক ভবন নির্মাণাধীন ২য় তলা আলহাজ্ব ফয়জুল হক ফ্লোর নামে নির্মাণ কাজের শুভসূচনা করা হয়েছে।

 

সোমবার(১৮ নভেম্বর) সকাল ৯টায় শমশেরনগর হাসপাতাল প্রাঙ্গণে নির্মাণ কমিটির সভাপতি হাজী মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় মুক্ত আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এসময় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, মোঃ আব্দুস শহিদ, সাংবাদিক মোঃ মুজিবুর রহমান রঞ্জু, মোঃ মুজিবুর রহমান মুকুল, আমিনুল হক খোকন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল করিম, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান রুমেল, হাজী মোঃ ইউছুব আলী, মোঃ আবুল লেইছ, মাওলানা কে এম মইন উদ্দীন, মাওলানা মোঃ শাহিদুর রহমান, মাওলানা মোঃ রাসেল আহমদ, ঠিকাদার সুমন আহমদ, হাসপাতাল কমিটির ও নির্মাণ কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী জানান, হাসপাতাল নির্মাণ কমিটির বিভিন্ন বৈঠকে আলহাজ্ব ফয়জুল হক ফ্লোর(২য় তলা) নির্মাণ প্রকল্প কাজের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। মালামাল ক্রয়ের জন্য নির্মাণ কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান যাচাই বাচাই করে মৌলভীবাজারের হাজী মোঃ আব্দুল খালিক এন্ড সন্স থেকে মালামাল ক্রয় করা হয়েছে।সকলের আন্তরিক সহযোগীতায় এবং নির্মাণ কমিটির আপ্রাণ প্রচেষ্টা ও তদারকিতে আমরা একটি দৃষ্টিনন্দন টেকসই ফ্লোর নির্মাণ করতে সক্ষম হব।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT