1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জনমনে স্বস্তি, গাড়ি চলাচল শুরু : অবশেষে রাজনগরের একটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের বিরোধ সালিশি বৈঠকে নিস্পত্তি - মুক্তকথা
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

জনমনে স্বস্তি, গাড়ি চলাচল শুরু : অবশেষে রাজনগরের একটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের বিরোধ সালিশি বৈঠকে নিস্পত্তি

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ২২৭ পড়া হয়েছে

আব্দুল ওয়াদুদ মৌলভীবাজার থেকে।। রাজনগর উপজেলার খেয়াঘাটবাজার -কালারবাজার অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের লেগে থাকা বিরোধ অবশেষে সালিশি বৈঠকে নিস্পত্তি হয়েছে। বৃহস্পতিবার রাতে সুনামপুর গ্রামে উত্তরভাগ ও ফতেপুর ইউনিয়নের সহস্রাধিক মানুষের উপস্থিতিতে প্রায় ৫ ঘন্টা রুদ্ধধার বৈঠকে নিস্পত্তি হয়। জানা যায়, দুই সিএনজি শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিন ধরে যাত্রী উঠানো ও নামানোকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলা চলে আসছিল। এসব ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০জন শ্রমিক আহত হয়। এসব ঘটনায় ইতিপূর্বে আরো একাধিক সালিশ নিস্পত্তির জন্য তারিখ নির্ধারণ করলেও পরে আবার দুই পক্ষের মধ্যে ধরপাকর ও মারামারি শুরু হলে বিচারকার্য পন্ড হয়। পরবর্তীতে গত সোমবারে আবার খেয়াঘাটবাজারের এক শ্রমিককে কালারবাজারের অটোরিক্সা শ্রমিকরা জোরপূর্বক ধরে আনলে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংঘাত শুরু হয়। এতে ওই রুটে গাড়ি চলাচল বন্ধ হয়। পরে এলাকার বিশিষ্ট মুরব্বি, কয়েকজন সাংবাদিক ও স্থানীয় ইউপি সদস্য মিলে উভয়পক্ষকে মিলিত করে ২ লাখ টাকা আমানত ধার্য্য করে বৃহস্পতিবার সালিশির দিন ধার্য্য করেন।
বৃহস্পতিবার রাতে সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিক, বিশিষ্ট শিল্পপতি মোফাজ্জল হোসেন নিমার, কালারবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিরা মিয়া, ময়না মিয়া, সাংবাদিক আব্দুল ওয়াদুদ, আব্দুল মানিক মেম্বার, শাহিন আহমদ, ছালিক মিয়াসহ অনেকেই। সালিশির এক পর্যায়ে বিচারকগণ কালারবাজার স্ট্যান্ডে দূর-দুরান্ত থেকে নিয়ে আসা যাত্রীদের নামিয়ে যাতে অযথা হয়রানি করানো না হয় এবিষয়ে কঠোর সমালোচনা করে ওই রুটে নির্বিগ্নে গাড়ি চলাচল করার প্রতি সবাই একমত হন। পাশাপাশি গাড়ি চলাকালীন সময়ে উভয়পক্ষের মধ্যে ভ্রাতৃত্ববোধ নিয়ে কাজ করার প্রতি আহবান জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT