1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জয়চন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন - মুক্তকথা
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

জয়চন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৬৮৭ পড়া হয়েছে

মাহবুব সভাপতি আউয়াল সম্পাদক

কুলাউড়া: কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল ২৩ এপ্রিল বিকেলে স্থানীয় দিলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনপূর্ব জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মতলিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন এমপি। যুবলীগ নেতা ফয়ছুল আহমদের পরিচালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক গৌরা দে, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট সিএম জয়নাল আবেদিন, উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ প্রমুখ।
সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে সকলের সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্ধিতায় আব্দুর রব মাহবুব সভাপতি নির্বাচিত হন। এরপর উপস্থিত কাউন্সিলারদের ভোটে মো. ফজলুল আউয়াল ৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ডা. নারায়ন পান ৪৫ ভোট। মাত্র ২৭ ভোট পেয়ে ৩য় হন বর্তমান সাধারণ সম্পাদক মো. লোকমান মিয়া। নির্বাচিতরা ওয়ার্ড কমিটির সমন্বয়ে বাকি অসমাপ্ত পদগুলো পুরণ করবেন বলে কাউন্সিলে সিদ্ধান্ত হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT