1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলার বিভিন্ন স্থানে বেগম ফজিলাতুন নেছা মুজিব ও শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন - মুক্তকথা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

জেলার বিভিন্ন স্থানে বেগম ফজিলাতুন নেছা মুজিব ও শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

আমাদের প্রতিনিধিগন॥
  • প্রকাশকাল : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৩৭ পড়া হয়েছে

নগদ দেড় লাখ টাকা ও ৯০টি সেলাই মেশিন বিতরণ

মৌলভীবাজারে বেগম ফজিলাতুন নেছা মুজিব’র ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন ও অর্থ বিতরণ

পর্যটন জেলা শহর মৌলভীবাজারে বেগম ফজিলাতুন নেছা মুজিব’র ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তর, মৌলভীবাজার’র সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঢাকাস্থ আলোচনা সভা বিটিভি থেকে সরাসরি প্রত্যক্ষ করেন আমন্ত্রিত অতিথিরা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত কথা রেখে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদরের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলী সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভা মেয়র ফজলুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান(পিপিএম বার), সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শুভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বর্নালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) মোসাঃ শাহীনা আক্তার, জেলা মৎস কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ, সদর উপজেলা ইউএনও মোঃ শরীফ উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন, মৌলভীবাজার সদর মডেল থানার ওসি হারুনুর রশীদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলার ৭টি উপজেলায় ৯০ জন ছেলে মেয়েকে সেলাই মেশিন ও ৭৫ জন ছেলে মেয়েকে ২ হাজার টাকা করে নগদ অর্থ দেয়া হয়।

কমলগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও গাছের চারা বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও ছাত্র ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড: মো: আব্দুস শহীদ এমপি।

 

 

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রইছ আল রেজুয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী প্রমুখ।

শ্রীমঙ্গলে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ

শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৮ আগস্ট দুপুরে উপজেলা পরিষদের হলরুমে “সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্রীমঙ্গলে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ সভাপতি ডা. হরিপদ রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) তাপস চন্দ্র রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দুদু মিয়াসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তারা এবং শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

দুই পুরুষ ও মহিলাকে দুটি গাছের চারা প্রদান

মৌলভীবাজারে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

 

 

বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী মৌলভীবাজারে পালিত হয়েছে। শনিবার বেলা ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজনীতিবিদ ও সরকারি দফতরের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) প্রভাংশু সোম মহান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা থাকে জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ’র। তিনি অনুপস্থিত থাকায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগ’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা আওয়ামীলীগ’র সহ সভাপতি আজমল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, জেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল প্রমুখ।
আলোচনা সভায় শেখ কামালের বিপ্লবী জীবনের উপর আলোকপাত ও স্মৃতিচারণ করেন অতিথিরা। তিনি সত্যের পক্ষে থেকে আগষ্ট’র কালো রাতে পরিবারের প্রথমেই জীবন দিয়েছেন। বক্তারা বলেন, তিনি বেচে থাকলে বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের একটা দার উন্মোচিত হতো। পরে জেলা প্রশাসনের আয়োজনে এক পুরুষ ও এক মহিলাকে দুটি গাছের চারা উপহার দেয়া হয়।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT