লন্ডন: শনিবার, ১১ চৈত্র ১৪২৩।। দিল্লীর বাংলাদেশ হাইকমিশনে অত্যন্ত গুরুত্ব সহকারে ভাব-গাম্ভীর্যে পালিত হয়েছে বাংলাদেশের প্রথম গণহত্যা দিবস। দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব সৈয়দ মোয়াজ্জেম আলীর সূচনা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন প্রখ্যাত সাংবাদিক সৌমিয় সরকার, পল্লব দত্ত ও হাইকমিশনের সহকারী হাইকমিশনার নোমান।
আলোচনা পরবর্তী পর্বে জল্লাদ পাক-হানাদার বাহিনীর নির্মম ও পাশবিক গণহত্যার উপর একটি দালিলিক চলচ্চিত্র প্রদর্শিত হয়। ভারতের বহির্দেশ বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ডেক্সের দায়ীত্বপ্রাপ্ত এমএস শিপ্রিয়া রংগনাথান দায়ীত্বপ্রাপ্ত যুগ্নসচিব, সাংবাদিক ও বাংলাদেশের বন্ধুস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জলযোগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। (সূত্র: হাইকমিশনারের ফে:বুক)