1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন রাজনগরে কৃষকদের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সমাবেশ মৌলভীবাজারে বাল্য বিবাহ নিরোধ আইন সর্ম্পকে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ‘‘ দুর্নীতিকে না বলুন’’ এই শ্লোগান নিয়ে ইউনিয়ন পর্যায়ে শ্রীমঙ্গল দুপ্রকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা সম্পন্ন লাউয়াছড়া বনে আগুন দিল দূর্বৃত্তরা! কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ মৌলভীবাজারে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন শ্রীমঙ্গলে শান্তি ও স্থিতিশীলতার লক্ষে পিএফজি’র ফলো-আপ মিটিং অনুষ্ঠিত কমলগঞ্জে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবলে ফেঞ্চুগঞ্জ চ্যাম্পিয়ন পাথারিয়া বনে আগুন

ধর্ষণের ফলেই কলাবাগানে কিশোরীর মৃত্যু

সাংবাদিকের নাম
  • প্রকাশকাল : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ২৩০ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ অকালে ঝড়ে যা‌ওয়া ‌ওই কিশোরী আর কুমতলবি দিহানের পরিচয় সেই ফেইচবুক যোগাযোগের মধ্য দিয়ে। যোগাযোগ ভালবাসায় রূপ নেয়। পশুপ্রবৃত্তির দিহান তাকে ডাকে। কিন্তু দুশ্চরিত্র দিহানের মনে ভালপা‌ওয়ার নমুনায় এমন নিদারুণ পৈশাচিক ভাব কাজ করছে যদি জানতো তা’হলে কোনদিনই মেয়েটি ‌ওখানে যেতো না। এটাই স্বাভাবিক। পশু প্রবৃত্তির দিহান কিশোরীর সরল মনের সেই না জানা দিকটির সুযোগ নিয়েছে। দিহানের কাছে যা‌ওয়ার পর যৌন প্রস্তাবে নিশ্চয়ই মেয়েটি নিজের ভুল বুঝতে পারে এবং ভয়ে অর্ধমৃত হয়ে পড়ে। ভাল পা‌ওয়ার নামে এ এক শাস্তিযোগ্য মিথ্যাচার, হটকারীতা। যার ফল মানবমৃত্যু! পশু তার দোষ স্বীকারও করেছে। এমন পশুপ্রবৃত্তির দৃষ্টান্তমূলক শাস্তি হ‌ওয়া বাঞ্চনীয়। জীবন সংহারী এমন প্রবঞ্চনার শাস্তি মৃত্যু হওয়া যুক্তিযুক্ত বলেই মনে করি।
সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য “ধর্ষণের আলামত পাওয়া গেছে। যৌনাঙ্গ ও পায়ুপথে ইঞ্জুরি পাওয়া গিয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।” এ ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এর কথা। তিনি সাংবাদিকদের আর‌ও বলেন যে “ডিএনএ প্রোফাইলিং এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর আগে চেতনা নাশক কিছু খাওয়ানো হয়েছে কিনা, তার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে কেমিক্যাল পরীক্ষায় পাঠানো হয়েছে। এসব রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
সংবাদ মাধ্যম থেকেই জানা যায, গত ৭ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই ছাত্রীকে ফোন করে দিহান তার কলাবাগানের ডলফিন গলির বাসায় আসতে বলে। বাসায় আসার এক পর্যায়ে দিহান ওই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে দিহান তার তিন বন্ধুকে ফোন করে ডেকে আনে। পরে তারা অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা দিহানকে একমাত্র আসামি করে কলাবাগান থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার বিকেলে নিহত ওই ছাত্রীর ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, মেয়েটির শরীরে ধর্ষণের আলামত পেয়েছেন তারা। তবে অন্য আঘাতের চিহ্ন পাননি। সূত্র: দি বিজনেস ষ্টেণ্ডার্ড ‌ও ইত্তেফাক

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT