লন্ডন: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শুধু হুমকি দিলেও নির্বাচন নিয়ে কোন সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারেননি। তিনি বলেন, তাঁরা (বিএনপি) অস্বাভাবিক পন্থায় সরকার পরিবর্তনের চক্রান্ত করে যাচ্ছেন।
আজ শুক্রবার জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগরস্থ নিজ বাসভবনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ব্যতীত একাদশ জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মন্তব্যের উত্তরে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। বৈঠকে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, কাকে নিলে নির্বাচন হবে কাকে নিলে নির্বাচন হবে না বিএনপির এমন হুমকি দেয়ার অর্থ হচ্ছে তারা নির্বাচন বানচাল এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন।
নির্বাচন নিয়ে কোন সু-নির্দিষ্ট প্রস্তাব থাকলে তা নির্বাচন কমিশনে গিয়ে আলাপ-আলোচনা করার জন্য তিনি বিএনপির প্রতি আহ্বান জানান।