1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পরিবেশমন্ত্রী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন - মুক্তকথা
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

পরিবেশমন্ত্রী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৭৫২ পড়া হয়েছে

 

ঢাকা, ১৩ মে, বৃহস্পতিবার॥

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন আজ তার নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার জনগণসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

পরিবেশমন্ত্রী আজ(বৃহস্পতিবার) এক ভিডিও বার্তায় দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশসহ সারাবিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গতবারের মতো এবারও এক ভিন্ন প্রেক্ষাপটে পবিত্র মাহে রমজান শেষে ঈদ উদযাপন করছে। আল্লাহর বিশেষ রহমতে এবং সকলের দোয়ার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ সফলভাবে মোকাবিলা করেছে।

মন্ত্রী এসময় দেশের মানুষকে করোনার মহামারী থেকে মুক্ত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমীনের কাছে প্রার্থনা করার আহবান জানান। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিনীত আহবান জানান । তিনি বলেন, নিজে নিরাপদ থাকবেন, পরিবারের সদস্যদের নিরাপদ রাখবেন এবং দেশবাসীকে নিরাপদ রাখতে সহায়তা করবেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT