মামুনূর রশীদ মহসিন।। মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কের কাকিয়ার বাজার এলাকায় একটি পেট্রোল পাম্পের পাশে আজ বুধবার ১৩ই মে বিকাল ৩ ঘটিকায় পিকাপ ভ্যান ও একটি সিএনজি’র মধ্যে মুখামুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত এবং অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যান। জানা যায়, শ্রীমঙ্গল থেকে আসা চাল ভর্তি একটি পিকআপ ভ্যান অপর দিক মৌলভীবাজার থেকে আসা যাত্রী বহনকারী একটি সিএনজি এর সাথে মুখামুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা বেপরোয়াভাবে চালিত পিকাপ ভ্যানের কারণেই ২ জনের এ প্রানহানির ঘটনা ঘটেছে।
গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। নিহত ১ জনের নাম নিতাই পদ হাজরা (২৯) সদর উপজেলা আমতৈল ইউনিয়নের বাসিন্দা, ১ জন অজ্ঞাত (৩০)। গুরুতর আহত রোমান মিয়া (১৪) সদর উপজেলার পশ্চিম দীঘলগজীর বাসীন্দা। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করেন।