1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ফসলি গাছ কাটা নিষিদ্ধ করতে হবে - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

ফসলি গাছ কাটা নিষিদ্ধ করতে হবে

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৮ পড়া হয়েছে

খুব একটা বাক হারানোর মত না হলেও একেবারেই যে অবাক করা নয়, তাও তো নয়! একটি গাছ বেঁচে আছে কারণ তার শেকড় উপড়ে ফেলা হয়নি। যেহেতু শেকড় আছে বৃক্ষতো বাঁচার লড়াই করবেই। মহাবিশ্বের এটিই অমোঘ বিধান। তবে শেকড় থাকতে হবে। শেকড় থাকলে যে, জীবন বাঁচার জন্য লড়াই করে এবং জীবন বেঁচে থাকতেও পারে এ ছবিটি তারই প্রমাণ।
ছবির বৃক্ষটি নিশ্চয়ই আম গাছ ছিল। যে কারণেই হোক গাছটি কেটে ফেলা হয়েছে। ফলবতী এমন গাছ কেটে নেয়া রীতিমত প্রকৃতি বিরুদ্ধ অপরাধ। গাছটি জীবিত থাকলে কত আমই না ধরতো। আমের রূপ-রং দেখে খুবই সুমিষ্ঠ বলেই মনে হয়। জিবে পানি এসে যায়।
এমনসব ফসলি গাছের কর্তন রোধ করতে হবে। যেকোন কারণেই কোন ফলবান বৃক্ষ কাটতে হলে বনবিভাগের অনুমতি নিতে হবে এমনতরো কোন বিধান না থাকলে সেরূপ বিধান বানিয়ে নিতে হবে। নতুবা ইতর প্রানীরূপ মানুষের হাত থেকে বৃক্ষ কর্তণ বন্ধ রাখা যাবেনা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT