মৌলভীবাজার অফিস: বৃহস্পতিবার ৬ই পৌষ ১৪২৩।। মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে “দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি”। বৃহস্পতিবার দুপুরে চেম্বার ভবনে গোলাম রব্বানীর সঞ্চালনায় সাংবাদিকদের উদ্যেশ্যে বক্তব্য দেন চেম্বারের সভাপতি মোঃ কামাল হোসেন। শুরুতেই চেম্বার সভাপতি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মৌলভীবাজার একটি ব্যবসা সফল এলাকা। এখানে দেশের বৃহত্তম হাওর হাকালুকি, হাইল হাওর ও কাউয়াদীঘি হাওরসহ বিভিন্ন হাওর রয়েছে যেখান থেকে আমরা প্রচুর মাছ সংগ্রহ করে দেশ ও বিদেশে রপ্তানী করি। দেশের মধ্যে সবচেয়ে বেশী চা বাগান রয়েছে মৌলভীবাজারে। এই চা থেকে আমরা প্রচুর পরিমান বৈদেশীক মুদ্রা অর্জন করি। মৌলভীবাজার বাসীর দাবী ছিল চা-নিলামকেন্দ্র চট্রগ্রামের পরিবর্তে মৌলভীবাজারে যেন হয়। সরকার সেটি আমলে নিলেও কোন অদৃশ্য কারনে নিলাম কেন্দ্রটি হচ্ছেনা। এছাড়াও দেশের বিখ্যাত আনারস প্রচুর পরিমানে ফলন হয় এই জেলায়। মাধবকুন্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাতসহ পর্যটকদের অকৃষ্ট করতে অনেক পর্যটন এলাকা রয়েছে এই জেলায়। সদর উপজেলার শেরপুরে তৈরি হচ্ছে ইকোনমিক জোন। বিশেষ করে দেশ -বিদেশী পর্যটকদের বিশ্রামের জন্য রয়েছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট।
চেম্বার সভাপতি বলেন, ভারতের সাথে আমাদের ব্যবসা বৃদ্ধি করার জন্য আগামী ২৯ ডিসেম্বর থেকে ৩দিন ব্যাপী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ভারত বিজনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান বিচারপতি এসকে সিনহা, আ’লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী বিশিষ্ট ব্যবসায়ী আয়েশা আক্তার ডালিয়াসহ ভারতের স্বনামধন্য ব্যবসায়ী ও চেম্বার নের্তৃবৃন্দ উপস্থিত থাকবেন। চট্রগ্রামের পরে দেশে এই প্রথম বৃহৎ বিজনেস প্রোগ্রামে ৬৫ লাখ টাকা ব্যয় হবে বলে সাংবাদিকদের জানান চেম্বার সভাপতি। প্রোগ্রামে আরএফএল ও প্রান গ্রুপ ৪০ লাখ টাকা প্রদান করবে বলেও জানান তিনি। মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী হুমায়েদ আলী শাহীন, রেদুয়ান আহমদ।