1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

বিলেতে বাঙ্গালী…

নাজমুল সুমন ও ফয়ছল মনসুর॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২১৪ পড়া হয়েছে

যুক্তরাজ্যের ওয়েলস আওয়ামী লীগের সভা

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক পাওয়ার ৫১ বছর

 

যথাযোগ্য মর্যাদার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫১ বছর উদ্‌যাপন করলো যুক্তরাজ্যের ওয়েলস আওয়ামী লীগ।  এ উপলক্ষে গত ২৯ শে মে বুধবার ওয়েলস এর কাডিফ শহরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ সভাপতি এস এ রহমান মধু, ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, জাস্টিস ফর জেনোসাইড ১৯৭১ ইন ইউকে, ওয়েলসের কনভেনার আলহাজ্ব আসাদ মিয়া, ওয়েলস কৃষক লীগের সভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া, সাধারন সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, সাধারন সম্পাদক মফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম.এ.মালিক বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অসামান্য অবদানের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি হলো “জুলিও কুরি শান্তি পদক”, যা আমাদের জন্য অত্যন্ত সম্মানের।

সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে, দীর্ঘ নয় মাস মুক্তি সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের অভ্যুদয় ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে বিজয়। ফ্যাসিবাদবিরোধী, সাম্রারাজ্যবাদবিরোধী ও শোষণের বিরুদ্ধে বঙ্গবন্ধুর সংগ্রামকে বিশ্ব মানবতার ইতিহাসে চির অম্লান করে রাখার জন্য বিশ্ব শান্তি পরিষদ ১৯৭৩ সালের ২৩ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক প্রদান করে।

বঙ্গবন্ধুকে পদক পরিয়ে দেয়ার সময় বিশ্ব শান্তি পরিষদ এর মহাসচিব ঘোষণা করলেন, “শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে তিনি বিশ্ববন্ধুও বটে।”


 

 

ইউকে ওয়েলস শ্রমিকলীগের সভাপতি নুরুল আলম চুনু আর নেই

তার মৃত্যুতে বিপুল মানুষের শোক প্রকাশ

 

 

মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার্স ট্রাষ্টি ও ইউকে ওয়েলস জাতীয় শ্রমিকলীগের সভাপতি এবং মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সাবেক সভাপতি, কার্ডিফ শহীদ মিনার কমিটির লাইফ মেম্বার, একাটুনা মৌলভী বাড়ীর সন্তান, বৃটেনের কার্ডিফে বসবাসকারী কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক নুরুল আলম চুনুর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম.এ.মালিক, সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী ও সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি হারুন তালুকদার, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি আসকর আলী, কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির সাবেক সভাপতি আকতার উজ্জামান কুরেশি নিপু, কার্ডিফ জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া, নিউপোট আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া ও সাধারন সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, ওয়েলস যুবলীগ সভাপতি ভিপি সেলিম আহমদ ও সাধারন সম্পাদক মফিকুল ইসলাম, ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, নিউপোর্ট আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, নিউপোট আওয়ামী যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, সহ সভাপতি আব্দুর রুউফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক সিতাব আলী, ওয়েলস কৃষক লীগের আহবায়ক শেখ মোহাম্মদ আনোয়ার ও সদস্য সচিব আব্দুল মোত্তালিব, ওয়েলস তাতীলীগের আহবায়ক জামাল আহমেদ বকুল, সদস্য সচিব এম জহির আলী, ওয়েলস সেচ্ছাসেবকলীগের আহবায়ক হাজি জুয়েল মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ কয়েস মনসুর, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে সাউথ ওয়েলসের কনভেনার আলহাজ্ব আসাদ মিয়া, ডেপুটি কনভেনার আব্দুল ওয়াহিদ বাবুল ও ডেপুটি কনভেনার আলমগীর আলম, যুগ্ম সচিব ইকবাল আহমেদ, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান খসরু, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনের কনভেনার মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব রকিবুর রহমান, ট্রেজারার এ বি রুনেল ও শেখ সুমন তরফদার, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, নিউপোট আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সোয়ানসী যুবলীগের সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন ও সাংগঠনিক সম্পাদক লিমন ইসলাম।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT