মৌলভীবাজার থেকে লিখেছেন মামুন রশীদ মহসিন।। গত বুধবার ১৯শে ডিসেম্বর মৌলভীবাজার সরকারী উচ্চবিদ্যালয়ের সামনে কে বা কারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এদিন সকালের দিকে দূর্বৃত্তায়নের এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোহাম্মদ রাশেদুল ইসলাম-পিপিএম ঘটনা নিশ্চিত করে বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।