1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মটর সাইকেলের ধাক্কায় কমলগঞ্জের জাতীয়পার্টি নেতা নিহত - মুক্তকথা
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

মটর সাইকেলের ধাক্কায় কমলগঞ্জের জাতীয়পার্টি নেতা নিহত

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৬৬১ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মো.আছকর বক্স (৫২) নামে জাতীয় পার্টির এক নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বালিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছকর বক্স দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য ।

জানা গেছে, শুক্রবার সকালে বাড়ি থেকে ভানুগাছ বাজারের উদ্দেশ্যে বের হলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক পারাপারের সময়ে দ্রুত গতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়।

এসময়ে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই হায়দর বক্স ও স্থানীয় ইউপি সদস্য সুরমান মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT