1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মিথ্যা মামলা’র সুষ্ঠু তদন্ত ও অব্যাহতি পেতে - মুক্তকথা
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
জামাতের ইফতার, ভিটামিন ‘এ’ প্লাস প্রচার, ভিজিএফ’এর চাল ও হরিণাকান্দি বিএনপি ইফতার শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মণিপুরী ললিতকলায় যখন প্রশিক্ষণ শুরু তখন ‘বাংলাদেশ প্রতিদিন’ ১৬বছরে পা দিয়েছে ১২৭ কর্মকর্তার সাথে আলাপে বসবেন প্রধান উপদেষ্টা গেলো সপ্তাহের বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ বাংলাদেশী বংশোদ্ভুত আইএস বধু শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার গেলো সপ্তাহের শ্রীমঙ্গল, মৌলবীবাজার ও কমলগঞ্জ বিপজ্জনক অভিযোগ ! উৎসব বোনাস সকল চা-বাগানে প্রদান করা হচ্ছে না কতিপয় বন্ধু মিলে যখন ইফতার আয়োজন করে শ্রীমঙ্গল বিএনপি-ও সম্পন্ন করে ইফতার খাওয়ানো ধর্ষকশাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ॥ ‘বৈষম্যহীন সমাজ গড়তে হবে’

মিথ্যা মামলা’র সুষ্ঠু তদন্ত ও অব্যাহতি পেতে

আব্দুল অদুদ
  • প্রকাশকাল : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫১ পড়া হয়েছে

মিথ্যা মামলা’র সুষ্ঠু তদন্ত ও অব্যাহতি পেতে
এক ভুক্তভোগী পরিবারের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন

মিথ্যা মামলা’র সুষ্ঠু তদন্ত ও অব্যাহতি পেতে মৌলভীবাজারে এক ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজনগর উপজেলার সারমপুর গ্রামের এক পরিবার।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন অভিযুক্তের চাচি ফাতেহা বেগম। এসময় তিনি একই পরিবারের সদস্য আতিকুর রহমান সুয়েব’র বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “আতিকুর রহমান সুয়েব আমাদের পরিবারের সদস্য। সারমপুর গ্রামের মোঃ বশির আহমদের পুত্র সুয়েব আহমদ পরিবারের লোক হলেও দুষ্ঠু লোকের ছত্র ছাঁয়ায় বেপরওয়া হয়ে উঠেছে।”

“সে বিএনপির সময়ে বিএনপি ও আ’লীগের সময়ে আ’লীগ নাম ভাঙ্গিয়ে মানুষের চরম ক্ষতি সাধন করে। তার অনেক বাহিনী আছে। সে বিগত ১৫-১৬ বছর যাবৎ চাঁদাবাজি এবং মিথ্যা মামলা দিয়ে অনেক লোককে হয়রানি করে আসছে।”

“নদী লুটকে কেন্দ্র করে বিগত দুই বছর আগে গ্রামের আরজু মিয়া নামের এক ব্যক্তির হাত-পা কেটে পঙ্গু বানিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে আরজু মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নেওয়া হয়।”

ফাতেহা বেগম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইস্যূ কাজে লাগিয়ে গেল ৪ আগষ্ট ঘটনা দেখিয়ে গেল ২০ ফ্রেব্রুয়ারী রাজনগর থানায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাড়িতে ককটেল বিস্ফোরণের একটি মামলা(নং-০৭) দায়ের করেন। ওই মামলায় আসামী করেন আপন চাচা নিরীহ আনছার আলী রুশনকে(৫৫), আপন চাচাতো ভাই রাকিন আহমদ বাবু (১৮), চাচাতো ভাই ফাহান আহমদ(১৯), চাচাতো ভাই রাকিম আহমদ(১৯) ও গ্রামের আরজু মিয়া(৪৫), জরিফ মিয়া(৪৭), দেলোয়ার মিয়া(৩৬) সহ অজ্ঞাতনামা আরও বেশ ক’জনকে।

তিনি বলেন, আমার স্বামী আনছার আলী রুশনকে ৩ যুগ পর প্রবাস থেকে দেশে আসার পর তার ছেলের সাথে সুয়েব এর ভাই’র মারামারির ঘটনায় সুয়েবের ভাই মারা যায়। এ ঘটনায় হুকুমদাতা হিসাবে তাকে আসামী করে মামলা দায়ের করা হয়। অথচ এরা একই পরিবারের দুই পুত্র ছিল। আনছার আলী কিছুই জানতেন না। ওই বিচ্ছিন্ন ঘটনায় পরে এডভোকেট সৌরভ ভট্টাচার্যের মধ্যস্থতায় ৫ লাখ টাকা নগদ ও কিছু জমি বুঝিয়ে দেওয়া হয়। পরে টাকা পাবার পরও মামলা তুলে আনেননি। এর পরও তিনি আরও ৭০ লক্ষ টাকা চাঁদা দাবী করছেন।

ফাতেহা বেগম আরো বলেন, তার মা রুকেয়া বেগম, বোন রিমি বেগম ও তার ভাই যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদুর রহমান জুসেফ মামলার আসামী আনছার আলী নিরপরাধ মর্মে আদালতে স্বাক্ষ্য দেন। কিন্তু সুয়েবের ছলচাতুরির কারণে একটি পরিবার ধুঁকে ধুঁকে মরছে।

ফাতেহা বেগম আক্ষেপ করে বলেন, আমাদের জরিফ মিয়া প্রবাস থেকে দেশে আসলে সুয়েব ও তার বাহিনীর জরিফের সম্পত্তির উপর নজর পড়ে এবং চাঁদা দাবী করে। রাজি না হওয়ায় হামলা ও মামলা দিয়ে হয়রানি করে। তার সন্ত্রাসী কার্যক্রমে ভয় পেয়ে জরিফ মিয়া বাড়ি ছেড়ে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট বাসায় বসবাস করছেন। পরে গেল ৪ঠা আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রামের শিবলু মিয়া ও দেলোয়ার মিয়াকে এভাবে মামলা দিয়ে হয়রানি করে সুয়েব। কাল্পনিক বিস্ফোরনের মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অভিযুক্ত সুয়েবের চাচি রাহেলা বেগম, গ্রামের জরিফ মিয়ার স্ত্রী ছালেহা বেগম ও জুনেল আহমদ প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT