1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মুক্তিযোদ্ধা মছব্বির চেয়ারম্যান আর নেই - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধা মছব্বির চেয়ারম্যান আর নেই

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৭৮ পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার মাটি ও মানুষের প্রিয়, ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির এরশাদ গত রাত ১১ জুলাই ১’৩০ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশে আজ দুপুর ২টার সময় হযরত সৈয়দ শাহ মোস্তফা(রঃ) দরগাহ অঙ্গনে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি ১পুত্র ও ৩কন্যা সন্তান রেখে গেছেন।
ইউনিয়ন চেয়ারম্যান ছাড়াও তিনি দুই দুই বারের মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

মৌলভীবাজার জেলা জাসদের পক্ষ থেকে সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল সাবেক এই উপজেলা চেয়্যারম্যান আব্দুল মছব্বিরের মৃত্যুতে গভীর শোক ও পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।

কবি নুরুল ইকবাল তার ফেইচবুকে লিখেছেন একটি কবিতা-

Nurul Iqbal
11 ঘণ্টা

আব্দুল মছব্বির এর্শ্বাদ, স্বনামে ধন্য এক ব্যাক্তিত্ব,
জীবনে যাকিছু অর্জন তাহার, সকলি একার কৃতিত্ব।
দুর্দান্ত সাহসী অকতোভয় স্পষ্টবাদী এক ব্যক্তি,
যার ভয়ে কাঁপে চোর-ডাকাত আজো, কাঁপে অপশক্তি।
মুক্তিযোদ্ধার গর্বিত খেতাবে জীবন যাহার ধন্যহয়,
দেশ-মাতৃকা তাহাদের তরে চিরদিনই কৃতজ্ঞ রয়।
বিচার সালিশের সিংহপুরুষ খ্যাত এমন গুণীজন
নিপীড়িত জনের প্রাণের বন্ধু তিনি ছিলেন একজন।
ইউনিয়ন আর উপজেলাতেও সফল চেয়ারম্যান
যার নীতি ছিলো ন্যায়ের পক্ষে, এটি তার ধ্যান-জ্ঞান।
যার গৌরবে শুধু নিজ গ্রাম নয় এলাকাও হয়েছে ধন্য,
তাহাকে হারায়ে সকলেই আজ কাঁদে যে তাহার জন্য।
আল্লাহ তাহার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দাও প্রভু
বেহেস্ত নসীব করে দাও খোদা তোমার বান্দাকে তবু।
মৌলভীবাজার, ১১/০৭/২০২১

গোলাম ইজদানি মিঠু লিখেছেন তার ফেইচবুকে-

Gulam Izdani Mitu
3 ঘণ্টা

চলে গেলেন না ফেরার দেশে মুক্তিযোদ্বের এক অকুতোভয় সৈনিক দেশের অত্যান্ত একজন সাহসী মুক্তিযোদ্বা জনাব আব্দুল মছব্বির । আমার ভীষন মনে হয় চাচাকে সেইদিন বিজয়ের বেশে রাইফেল হাতে করে গ্রামে ফেরার শ্রিতী! চাচা সহসাই আমাদের বাড়ীতেও সেই দিন উঠে পড়েছিলেন । আমাদের বাড়ীর সকল মুরব্বীয়ান বাবা চাচাদের সংগে উনার গভীর সন্পর্ক ও শ্রদ্বাবোধ ছিলো। সন্গ্রামের সময় আমি তখন ১০ বৎসরের বালক সব কিছু অনুমান করতে পারতাম । উনি ইউনিয়ন এবং উপজেলার চেয়ারম্যান থাকাকালীন মানুষজন রাতে দরজা জানালা খোলা রেখে নির্ভয়ে রাত কাটাতো । এমন সাহসী নির্ভীক মানুষ এখন আর এই সমাজে আছে বলে আমার জানা নেই। ব্যক্তিজীবনে উনি অত্যান্ত নির্স্বার্থ এক জন মানুষ ছিলেন। জাতির ইতিহাসে এই সমস্ত বীর মুক্তীযোদ্বাদের নাম চির অম্লান হয়ে থাকুক! মহান আল্লাহ Swt উনাকে পরপারে এক শান্তিময় জীবন দান করুন । আমীন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT